হঠাৎই রক্তচাপ আর চিনির পরিমাণ কমে যায়, অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি

Published : Jan 03, 2021, 06:06 PM IST
হঠাৎই রক্তচাপ আর চিনির পরিমাণ কমে যায়, অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি

সংক্ষিপ্ত

হঠাৎই রক্তচাপ আর চিনির পরিমাণ কমে যায় চিক্রগুর্গা জেলায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী  ডিভি সদানন্দ গৌড়া বর্তমানে চিকিৎসাধীন   

রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। হঠাৎই তাঁর শরীরে রক্তচাপ ও চিনির পরিমাণ কমে যায়। বেঙ্গালুরু থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে চিক্রগুর্গা জেলায় ছিলেন তিনি। সেখানেই তাঁকে প্রথম স্থানীয় একটি বেরসরকার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরু আস্টার হাসপাতালে। ৬৭ বছরের গৌড়া রাসায়নিক ও সার দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। 

বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে আস্টার হাসপাতাল। তাঁরে গ্রিন করিডোর করে খুব দ্রুততার সঙ্গে চিত্রদুর্গা থেকে বেঙ্গালুরু নিয়ে আসা হয়েছিল বলেও হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে। এদিন দুপুর ১টা ৪৫ নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর অনুগামীদের সঙ্গে একটি বৈঠক করেন। তারপর মধ্যাহ্নভোজনে করতে যান। সেই সময় হাঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি তাঁর পরিবার ও দলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। 

PREV
click me!

Recommended Stories

মুছে গেল 'গান্ধী'র নাম, লোকসভায় পেশ হয়ে গেল ১০০ দিনের কাজের নতুন বিল VBG RAMG
জর্ডানের সঙ্গে পুরনো বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করা হবে, আন্তরিক আহ্বান মোদীর