ভয়ঙ্কর তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে, প্রতিবছর ৬৫ হাজার শিশুর মৃত্যুর কারণ ধূমপান

  • প্রতি বছর ধূমপান না করার সত্ত্বেও মৃত্যুর মুখে ১.৩ মিলিয়ান মানুষ
  • ৬৫ হাজার শিশু মৃত্যুর কারণও ধূমপান

Jayita Chandra | Published : May 31, 2019 11:01 AM IST

অনেকেই স্বাস্থ্যের কথা ভেবে ধূমপান থেকে নিজেকে বিরত রাখেন, কিন্তু জানেন কি পাশের মানুষটির ধূমপান কতটা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রতি নিয়ত। ৩১ শে মে অ্যান্টি টোবাকো ডে, উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ সংস্থা বৃহস্পতিবার দিন প্রকাশ করল এক বিস্তারিত সমীক্ষা রিপোর্ট, যেখানে উঠে এল বিষ্ময়কর তথ্যঃ

ভারতের চেহারাটা আরও সাংঘাতিক আকার ধারন করছে দিনে দিনে। মিনিস্ট্রি অব হেল্ড, ফ্যামিলি ওয়েলফেয়ারা, ২০১৭ সালের জুন মাসে গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সর্ভে ২-র এক রিপোর্ট প্রকাশ্যে আনে, যেখানে লক্ষ্য করা যায়ঃ

 

কিভাবে এড়াবেন সমস্যা, সমাধানের রাস্তা দেখালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন)-

ফলেই বোঝা যায় শুধুমাত্র নিজের আত্মসন্তুষ্টি, বা নেশার কারণে প্রতি নিয়ত সমাজে বাস করা হাজারো শিশু, অন্যান্য মানুষের অজান্তেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছেন অনেকেই। রিপোর্টে উঠে আসা তথ্য সেই কথাই বলে।

Share this article
click me!