ঈগলের নিশানায় বালিকা, ছোঁ মেরে তুলে নেওয়ার চেষ্টা, ভাইরাল হল ভিডিও

Published : Oct 02, 2024, 02:57 PM IST
golden eagle

সংক্ষিপ্ত

জলাশয়ের ধারে দাঁড়ানো এক বালিকার উপর হঠাৎ হামলা চালায় একটি ঈগল। মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির উপস্থিতিতে সে প্রাণে বেঁচে যায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া।

জলাশয়ের ধারে নিজের মতো এক মনে দাঁড়িয়েছিল একটি বালিকা। সে যে এমন বিপদে পড়তে পারে তা আন্দাজও করতে পারেনি। দূর থেকে তাঁকে লক্ষ্য করছিল একটি ঈগল। সে মেয়েটিকে শিকার হিসেবে বেছে নিয়েছিল সে। সেই উদ্দেশ্যে মেয়েটিকে ছোঁ মেরে নিয়ে যেতে চায়। তবে, শেষ পর্যন্ত আর তা হল না। মেয়েটি প্রাণে বেঁচে গেল এক ব্যক্তির জন্য।

জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছে এক বালিকা। পরনে ছিল সাদা রঙের পোশাক। এর দৃষ্টে সে তাকিয়ে আছে জলাশয়ের দিকে তাকিয়ে। আশেপাশে কেউ তেমন নেই। এমন সময় হঠাৎ আকাশ থেকে উড়তে থাকা একটি বড় ঈগলের নদরে পড়ে ওই বালিকা। পিছন থেকে এসে ছোঁ মেরে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। সেই সময় হঠাৎ এক ব্যক্তি মেয়েটিকে বাঁচিয়ে দিন।

 

 

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এমনটাই। ইন্দ্রজিৎ বারাক নামে এক ব্যক্তি পোস্ট করেছেন এই ভিডিও। যা দেখে চমক পেয়েছেন সকলে। এই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। তেমনই ভিডিও দেখে সতর্ক হয়েছেন সকলে। এদিকে, নেটিজেনদের একাংশ অবশ্য ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তেমনই অনেকে এই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন যার জন্য মেয়েটি প্রাণে বেঁচে গেল। নেট দুনিয়ায় ভাইরাল হল ভিডিওটি।

মুহূর্তে ভাইরাল হল এই ভিডিও। যা নজর কেড়েছে সকলের। ঈগলের এমন কীর্তি দেখে ভয় পেয়েছেন সকলেই। সেই ব্যক্তি ওই স্থানে না থাকলে যে কী হত, তা প্রশ্ন তুলেছে সকলেই।  

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু