Earthquake News: ভারতে ফের ভূমিকম্প! শুক্রবারের সূচনা পর্বেই থরথর করে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

Published : Feb 17, 2023, 09:59 AM ISTUpdated : Feb 17, 2023, 10:00 AM IST
Jammu and Kashmir

সংক্ষিপ্ত

গুজরাত, লাদাখ, অসম, সিকিমের পর চলতি মাসে আবার কম্পনের শিকার উত্তর ভারত। এবার ভূকম্পন অনুভূত হল ভূস্বর্গে।

বিশ্ব জুড়ে গ্রাস করছে ভূমিকম্পের আতঙ্ক। তুরস্ক, সিরিয়ার পর চলতি চপ্তাহেই ভয়াবহরূপে কেঁপে উঠেছে সিকিম এবং ফিলিপিন্স। তারপর শুক্রবার সাতসকালেই ফের কম্পন অনুভূত হল উত্তর ভারতে। দিনের শুরুতেই কেঁপে উঠল পার্বত্য উপত্যকা। শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হয় জম্মু-কাশ্মীরের কাটরায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। তবে, এখনও পর্যন্ত এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা ১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, ভোরবেলার ভূমিকম্পে এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে, কম্পন অনুভূত হওয়া এলাকাগুলিতে ঘুরে ক্ষয়ক্ষতির খোঁজ নেবেন প্রশাসনের আধিকারিকরা।

 

 

আরও পড়ুন-
পার্থ চট্টোপাধ্যায়ের নতুন বার্তা কি ভেঙে পড়ার লক্ষণ? আদালত থেকে বেরোবার পথে অন্য ছবি 
ফেব্রুয়ারির মধ্যভাগে কোন শহরে বাড়ল জ্বালানির দাম? দেখে নিন শুক্রবারের পেট্রোল-দর 
স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নীচেই রইল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, শুক্রবার পারদ চড়ল দার্জিলিঙে

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo