সেনাবাহিনীতে ফিরব না, যতক্ষণ না সুবিচার মিলছে- তামিলনাড়ুতে জওয়ান হত্যার প্রতিবাদে সরব তার ভাই

তাঁর দাবি উপযুক্ত শাস্তি দিতে হবে ওই অভিযুক্তকে। তবেই খুশি হবেন তিনি। শুধু তাই নয়, শাস্তি যতদিন না হচ্ছে, সেনা বাহিনীতে যোগও তিনি দেবেন না বলে প্রভাকর জানিয়েছেন।

তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে সেনা জওয়ানকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ডিএমকে কাউন্সিলরকে। তবে তাতে বিশেষ সন্তুষ্ট নন মৃত সেনা জওয়ানের ভাই প্রভাকর। তাঁর দাবি উপযুক্ত শাস্তি দিতে হবে ওই অভিযুক্তকে। তবেই খুশি হবেন তিনি। শুধু তাই নয়, শাস্তি যতদিন না হচ্ছে, সেনা বাহিনীতে যোগও তিনি দেবেন না বলে প্রভাকর জানিয়েছেন। উল্লেখ্য প্রভাকর নিজেও একজন সেনা জওয়ান।

প্রভাকর সংবাদমাধ্যমকে এদিন বলেন "তাদের শাস্তি না হওয়া পর্যন্ত, আমি ছাড়ছি না। আমরা কিছু ভুল করিনি। আমি ১৩ বছর ধরে বাহিনীতে কাজ করেছি এবং এক মাসের জন্য এখানে এসেছি। ওই ডিএমকে কাউন্সিলর চিন্নাসামি বলেছিলেন যে 'আপনি হয়তো ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন কিন্তু আমার কিছুই করতে পারবেন না'। তিনি আমাকে সরাসরি এই হুমকি দেন। আমার ভাই এখন মারা গেছে, তার দুটি সন্তান রয়েছে"।

Latest Videos

উল্লেখ্য, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। জানা যাচ্ছে পুকুরে জল তোলা নিয়েই বচসার সূত্রপাত হয় দু'পক্ষের মধ্যে। বচসা বাড়তে বাড়ত ক্রমেই হাতাহাতির রূপ নেয় যার জেরে পিটিয়ে মারা হয় ভারতীয় সেনার ওই জওয়ানকে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আর চিন্নাস্বামী নামের নাগোজনহল্লি পুরসভার কাউন্সিলর-সহ তাঁর সাত জন সঙ্গীকে। নিহত জওয়ানের নাম প্রভু। বয়স ছিল ২৯ বছর।

সূত্রের খবর গত ৮ ফেব্রুয়ারি প্রভু ও তাঁর ভাই পুকুরে কাপর কাচতে এলে তাঁদের সঙ্গে বচসায় জড়ান ডিএমকে কাউন্সিলর চিন্নাস্বামী ও তাঁর সঙ্গীরা। প্রাথমিকভাবে কথা কাটাকাটির মধ্যেই বিবাদ সীমিত থাকে এবং একপ্রকার মিটে গেলেও প্রতিহিংসায় সেই রাতেই প্রভুর বাড়িতে চড়াও হয় চিন্নাস্বামী এবং তাঁর আট সঙ্গী। কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা মিলে প্রভু ও তাঁর ভাইকে বেধরক মারধর করে বলেও দাবি করা হয়েছে। এরপরই গুরুতর আহত অবস্থায় দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

হামলায় গুরুতর আহত প্রভু মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পলাতক ডিএমকে কাউন্সিলর চিন্নাসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দেরি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই বলেছেন, "ছুটিতে থাকা একজন কর্মরত সৈনিককে ডিএমকে কর্পোরেটর দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ ছয়-সাত দিন সময় নিয়েছে, এটিকে একটি জাতীয় সমস্যা করে তুলেছে।"

আন্নামালাই পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যারা দ্রুত কাজ করেনি। তিনি বলেছিলেন যে তিনি চেন্নাইয়ের যুদ্ধ স্মৃতিসৌধের কাছে একটি অনশন শুরু করবেন এবং অবসরপ্রাপ্ত সেনারা এতে যোগ দেবেন। আন্নামালাই বলেছিলেন যে দ্রাবিড় রাজনীতিতে সৈন্যদের যথাযথ সম্মান দেওয়া হত না এবং তাদের "এলিয়েন" হিসাবে দেখা হত। বৃহস্পতিবার কর্পোরেটরের হাতে প্রভুকে হত্যার প্রতিবাদে কৃষ্ণগিরিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today