সাত সকালে কেঁপে উঠল চেন্নাইয়ের আন্নাসালাই, মেট্রোর কাজের জন্যই কি এই বিপর্যয়?

Published : Feb 22, 2023, 12:37 PM IST
Earthquake tremors in New Zealand

সংক্ষিপ্ত

সাত সকালে কেঁপে উঠল চেন্নাইয়ের আন্নাসালাই। বুধবার সকালে আচমকাই কম্পন অনুভূত হয় চেন্নাইয়ের আন্নাসালাই-এর মাউন্ট রোডে।

সাত সকালে কেঁপে উঠল চেন্নাইয়ের আন্নাসালাই। বুধবার সকালে আচমকাই কম্পন অনুভূত হয় চেন্নাইয়ের আন্নাসালাই-এর মাউন্ট রোডে। ঘটনার জেরে কেঁপে ওঠে একটি লয়েডস রোড এলাকার একটি তিন তলা বাড়ি। জানা যাচ্ছে ওই বাড়িটিতে একটি প্রাইভেট কোম্পানির অফিস রয়েছে। আজ সকালে প্রথম কম্পন টের পান ওই অফিসের কর্মীরাই। আচমকা সকালে বাড়িটি কেঁপে ওঠায় ভয় চিৎকার করে ওঠেন কোম্পানিতে কর্মরত কর্মচারীরা। সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান তাঁরা। এখনও এই ভূমিকম্প নিয়ে কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিকটবর্তী এলাকায় মেট্রোর কাজের কারণেই এই ভূমিকম্প।

বিস্তারিত আসছে....

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র