প্রতিরক্ষা মন্ত্রীর সফরের মাঝেই ভূমিকম্প, দুলে উঠল লাদাখের মাটি

  • সোমবার সকালে কেঁপে উঠল লাদাখের মাটি
  • মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখ
  • রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৬
  • মাটি থেকে ১৮ কিমি নীচে ছিল ভূমিকম্পের উৎস

Parna Sengupta | Published : Jun 28, 2021 3:45 AM IST

সোমবার সাত সকালে কেঁপে উঠল লাদাখের মাটি। মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৬। সোমবার সকালে লাদাখের লেহতে এই ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে কম্পন অনুভূত হয় সকাল ৬.১০ নাগাদ। মাটি থেকে ১৮ কিমি নীচে ছিল ভূমিকম্পের উৎস। 

 

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে NCS জানায়, মাঝারি মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। এদিকে ভূমিকম্পের ঘটনা ঘটল লাদাখে, যখন সেখানে সফরে রয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

তিন দিনের সফরে লাদাখে রয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দীর্ঘ দিন ধরে চলা অস্থিরতার পর গত ফেব্রুয়ারি মাসে বেশ কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে চিনের পিপিলস লিবারেশ আর্মি। তারপরে এটাই প্রথম লাদাখ সফর রাজনাথ সিং-এর। লাদাখে পৌঁছে তিনি বলেন দেশের প্রতি ভারতীয় সেনা আর প্রবীণদের ত্যাগ 'উদাহরণের উদাহরণ'। রবিবার লাদাখ পৌঁছেছেন রাজনাথ। পূর্ব লাদাখ সেক্টরের সামরিক ব্যবস্থা ক্ষতিয়ে দেখা আর দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকই তাঁর সফরের মূল কর্মসূচি। 

Share this article
click me!