সিয়াচেনে প্রবল তুষারঝড়, বরফ চাপা পড়লেন আট জওয়ান

Published : Nov 18, 2019, 10:32 PM ISTUpdated : Nov 18, 2019, 10:50 PM IST
সিয়াচেনে প্রবল তুষারঝড়, বরফ চাপা পড়লেন আট জওয়ান

সংক্ষিপ্ত

সিয়াচেনে টহলদারির সময় বিপদে আট জওয়ান প্রবল তুষারঝড়ের কবলে টহলদারি দল বরফ চাপা পড়েছেন অন্তত আট জওয়ান

সিয়াচেনে ভয়াবহ তুষারঝড়। আর তার ফলেই বরফের আস্তরণের নীচে চাপা পড়লেন বেশ কয়েকজন সেনা জওয়ান। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বরফের নীচে অন্তত আটজন জওয়ান চাপা পড়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে সেনা। 

সিয়াচেনের প্রায় আঠারো হাজার ফুট উচ্চতায় উত্তর হিমশৈলে তুষারঝড়ের কবলে পড়েন সেনাবাহিনীর টহলদারি একটি দল।  এ দিন বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টহলদারি দলটিতে মোট আটজন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। 

চলতি বছর ফেব্রুয়ারিতেই সিয়াচেনে ৩৫ ফুট পুরু বরফের আস্তরণের নীচে চাপা পড়েছিলেন দশ সেনা জওয়ান। সেবার বরফের বিরাট একটি চূড়ো ভেঙে পড়েছিল সেনা জওয়ানদের উপরে। 

সেনার দেড়শোজনের একটি উদ্ধারকারী দল বরফের নীচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়কে। সাড়ে উনিশ হাজার ফুট উচ্চতায় বরফের পুরু আস্তরণের নীচে চাপা পড়েছিলেন তিনি। যদিও উদ্ধারের তিন দিনের মাথায় মৃত্যু হয়েছিল ওই সেনা জওয়ানের। 

PREV
click me!

Recommended Stories

'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!
২০২৬ সালে ইতালি সফরে যাবেন মোদী, হবে একাধিক চুক্তি! বিশেষ তথ্য দিলেন ইতালির বিদেশমন্ত্রী