Pension Scheme: বয়স্করা প্রতি মাসে পাবে ৩ হাজার করে, নয়া স্কিম মোদী সরকারের, কীভাবে আবেদন করবেন

Published : Jun 17, 2025, 10:08 AM IST

Pension Scheme: মোদী সরকারের নতুন প্রকল্প 'প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা'য় বয়স্কদের জন্য মাসিক ৩ হাজার টাকা পেনশনের সুযোগ। ১৮-৪০ বছর বয়সীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।

PREV
110

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। দেশের সকল গরীব সম্প্রদায়ের মানুষকে দিয়ে থাকে আর্থিক সাহায্য।

210

এবার বয়স্কদের জন্য আনল নয়া প্রকল্প। মাসে মাসে ৩ হাজার করে পেনশন দেবে নয়া প্রকল্পে।

310

প্রকল্পের নাম প্রাধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পটি সকলকে আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য যথেষ্ট।

410

এই যোজনার সুবিধা পেতে আপনাকে প্রাথমিক ভাবে বিনিয়োগ করতে হবে। এরপর মাসে মাসে মিলবে পেনশন।

510

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এই প্রকল্পে যোগ দিতে পারেন।

610

আপনি ৩০ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে আপনাকে মাসে ১১০ টাকা বিনিয়োগ করতে হবে। যদি ৪০ বছর বয়সে এই অ্যাকাউন্ট খোলেন তাহলে দিতে হবে ২২০ টাকা।

710

এই প্রকল্পের সুবিধা পেতে সবার আগে কমন সার্ভিস সেন্টারে যান। সেখান থেকে আবেদন করুন এই প্রকল্পের জন্য।

810

প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, জমির রেকর্ড এবং বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে।

910

আবেদনপত্র পূরণ করার পর প্রথম কিস্তির টাকা দিতে হবে। এভাবে টাকা দিলে ৬০ বছর বয়সের পর পাবেন ৩ হাজার করে। প্রতি বছর আপনার অ্যাকাউন্ট ঢুকবে ৩৬ হাজার টাকা।

1010

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজই আবেদন করুন। বয়স্করা প্রতি মাসে পাবে ৩ হাজার করে, নয়া স্কিম মোদী সরকারের।

Read more Photos on
click me!

Recommended Stories