রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছনে বিজেপি নেতৃত্বাধীন NDA, নির্বাচন আগামী ৩ সেপ্টেম্বর

Published : Aug 07, 2024, 07:37 PM IST
Rajya Sabha pays homage to victims of Kuwait fire tragedy

সংক্ষিপ্ত

আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভায় শাসক জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, যার ফলে এই নির্বাচন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ।

আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যসভার নির্বাচন। ১২টি শূন্য আসনে নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভায় শাসক জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হরিয়েছে। সেই কারণে রাজ্যসভা নির্বাচন শাসক দল বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী ২২ অগাস্ট মনোনয়ন যাচাই ও বাছাই করা হবে। তার আগের দিন অর্থাৎ ২১ অগাস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরার সঙ্গে বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং ওড়িশায় হবে রাজ্যসভার নির্বাচন। বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং ওড়িশায় প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় ২৭ অগাস্ট। ২৬ অগাস্ট প্রার্থীপদ প্রত্যাহার করা হবে আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরায়। ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে। বিকেল ৫টা ভোট গণনা শুরু হবে। রাজ্যসভায় অসম ও বিহারে দুটি শূন্যপদ রয়েছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং ওড়িশায় একটি করে আসন রয়েছে। ময়ূরভঞ্জের কুদুমি উপজাতির প্রতিনিধিত্বকারী মমতা মোহন্ত বুধবার বিজেডি এবং রাজ্যসভা উভয় থেকে পদত্যাগ করেছেন।

অন্যদিকে শনিবারই রাজ্যসভায় বিজেপির সংখ্যা কমে গেছে। কারণ মনোনীত সদস্য রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি তাদের মেয়াদ শেষ করেছেন। ক্ষমতাসীন দলের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের নিয়োগ করেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে জোট বাঁধেন। চার সদস্য বিদায় নেওয়ায় বিজেপি রাজ্যসভার সাংসদ ৮৬ । আর এনডিএ জোটের সদস্য ১০১। ২৪৫ আসনের রাজ্য়সভায় সংখ্যগরিষ্ঠতা পাওয়ার ম্যাজিক ফিগার ১১৩।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের
স্বাগত জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, হায়দরাবাদে মেসির জন্য বাড়তি নিরাপত্তা