প্রত্যাশা পূরণ হচ্ছে না, ভারতের বাজারে টেসলা গাড়ি বিক্রি এখনও কম

Published : Sep 04, 2025, 01:42 AM IST
Tesla

সংক্ষিপ্ত

Tesla India: জুলাইয়ের ১৫ তারিখে মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় টেসলা শোরুম। তবে দেড় মাসে এখনও পর্যন্ত বিক্রির হারে মন্দা দেখা যাচ্ছে। মাত্র ৬০০ অর্ডার পাওয়া গিয়েছে।

Tesla India Orders: ভারতের বাজারে আনুষ্ঠানিক প্রবেশ করেছে বৈদ্যুতিন গাড়ি বা ইভি (Electric Vehicle) নির্মাণকারী সংস্থা টেসলা। ১৫ জুলাই মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে চালু হয়েছে এ দেশে টেসলার প্রথম বিপণী। বহু দিন ধরেই টেসলার বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতের মতো সম্ভাবনাময় বাজারে পাড়ি জমাতে মুখিয়ে ছিলেন ইলন মাস্ক (Elon Musk)। এবার তারই সূত্রপাত হয়েছে। একইসঙ্গে ভারতের বাজারে তাদের গাড়ি কত দামে বিক্রি হবে তা-ও প্রকাশ্যে এনেছে মাস্কের সংস্থা। ভারতীয় বাজারে টেসলা আসার সঙ্গে সঙ্গেই এর আনুষ্ঠানিক বুকিং শুরু হয়। তবে প্রাথমিক প্রচার ও আলোচনা সত্ত্বেও ভারতীয় বাজারে টেসলার প্রতিক্রিয়া প্রত্যাশিত হয়নি বলে মনে হচ্ছে। প্রায় দেড় মাস কেটে গেলেও কোম্পানি খুব সীমিত সংখ্যক অর্ডার পেয়েছে।

কত অর্ডার পেয়েছে টেসলা?

ব্লুমবার্গ নিউজের একটি রিপোর্ট অনুসারে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিক্রি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টেসলা মাত্র ৬০০ গাড়ির অর্ডার পেয়েছে। এই সংখ্যা সংস্থার নিজেদের প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে যে প্রাথমিকভাবে টেসলার গাড়ির ডেলিভারি সীমাবদ্ধ রাখা হয়েছে মুম্বই, দিল্লি, পুণে এবং গুরুগ্রামে। প্রথম শোরুম খোলার পর টেসলা মুম্বইয়ে শুরু করলেও এখন দিল্লিতেও দ্বিতীয় শোরুম চালু করেছে এবং খুব শীঘ্রই গুরুগ্রামে ডেলিভারি সেন্টার চালুর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে গাড়িগুলি সম্পূর্ণরূপে আমদানি করা হচ্ছে। সেইসঙ্গে টেসলা জানিয়েছে, ভারতজুড়ে এখন Tesla Model Y-এর অফিসিয়াল বুকিং শুরু হয়েছে এবং কোম্পানির অফিসিয়াল ওয়াই-ফাই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকেই বুকিং করা যাবে।

ভারতে কাদের জন্য টেসলা গাড়ি?

ভারতীয় বাজারে টেসলা (Tesla) মূলত সেই সেগমেন্টের ক্রেতাদের লক্ষ্য করছে, যেখানে যাত্রীবাহী গাড়ি বিভাগের অংশীদারিত্ব মাত্র ৪ শতাংশ। অর্থাৎ, এ ধরনের বিলাসবহুল ও উচ্চমূল্যের বৈদ্যুতিক গাড়ির জন্য বাজার তুলনামূলকভাবে ছোট। এর ফলে বুকিং সংখ্যা প্রত্যাশিত না হওয়ার কারণও স্পষ্ট হচ্ছে। উচ্চ আমদানি শুল্কের কারণে দাম অনেকটাই বেড়ে যাওয়া এবং চার্জিং পরিকাঠামোর অভাব ভারতীয় গ্রাহকদের কাছে টেসলার গাড়িকে সীমিত পরিসরে জনপ্রিয় করছে। যদিও আন্তর্জাতিক পর্যায়ে টেসলা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এক অগ্রণী নাম, কিন্তু ভারতের মতো উন্নয়নশীল বাজারে কোম্পানিকে টিকে থাকতে গেলে ভবিষ্যতে দাম কমানোর পাশাপাশি উৎপাদন নীতি ও অবকাঠামোগত উন্নয়নের দিকেও নজর দিতে হবে বলে বিশেষজ্ঞদের মত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি