জিএসটি-র হারে বদল: দাম কমছে দুগ্ধজাত পণ্য, শিশুদের ব্যবহার্য সামগ্রীর, সস্তা হচ্ছে শিক্ষা-বিমা

Published : Sep 03, 2025, 11:51 PM ISTUpdated : Sep 04, 2025, 12:00 AM IST
modi

সংক্ষিপ্ত

GST Council: উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই দেশবাসীকে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর নতুন করের হার ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

DID YOU KNOW ?
জিএসটি-র হারে স্বস্তি
দুর্গাপুজোর আগেই পণ্য ও পরিষেবা করের হার কমে যাওয়ায় সারা দেশের মানুষ স্বস্তি পাচ্ছেন।

New GST Regime: প্রত্যাশামতোই পণ্য ও পরিষেবা করের (Goods and Services Tax) ক্ষেত্রে ১২ ও ২৮ শতাংশের হার তুলে দেওয়া হল। বুধবার জিএসটি কাউন্সিলের ৫৬-তম বৈঠকের পর নতুন করের হারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য ৫ ও ১৮ শতাংশে নামিয়ে আনা হল। নেশার দ্রব্য ও বিলাসবহুল পণ্যগুলির উপর করের হার বাড়িয়ে ৪০ শতাংশ করা হল। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে জিএসটি-র নতুন হার। সেদিনই শুরু হচ্ছে নবরাত্রি (Navaratri)। ফলে উৎসবের মরসুমের আগেই সারা দেশের মানুষ স্বস্তি পাচ্ছেন। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে গেলে সবারই লাভ হবে। তবে যাঁরা ধূমপান বা অন্য নেশা করেন, তাঁদের খরচ বাড়তে চলেছে।

কোন পণ্যের দাম কমছে?

চুলে ব্যবহারের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিমের উপর এতদিন ১৮ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে এই পণ্যগুলির উপর ৫ শতাংশ কর নেওয়া হবে। মাখন, ঘি, চিজ ও ডেয়ারি পণ্যের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। প্যাকেটজাত নোনতা খাবার, ভুজিয়া, চানাচুরের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। বাসনপত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। শিশুদের দুধের বোতল, ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপারের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ। সেলাই মেশিন ও যন্ত্রাংশের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার ৫ শতাংশ কর নেওয়া হবে। 

কৃষকদের জন্য সুখবর

ট্রাক্টরের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। কীটনাশকের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। সেচের জন্য প্রয়োজনীয় যন্ত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। চাষের জমি তৈরি-সহ নানা কাজে ব্যবহৃত যন্ত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।

বিমা-শিক্ষার খরচ কমছে

স্বাস্থ্য ও জীবনবিমার ক্ষেত্রে কর ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নিয়ে আসা হল। থার্মোমিটারের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হল। মানচিত্র, গ্লোব, চার্ট, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, খাতার উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনা হল। ইরেজারের উপর কর ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা হল।

কমছে গাড়ির দাম

১২০০ সিসি ৪০০০ মিলিমিটারের মধ্যে গাড়ির উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ১৫০০ সিসি থেকে ৪০০০ মিলিমিটারের মধ্যে গাড়ির উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩ চাকার গাড়ির উপরেও কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩৫০ সিসির মধ্যে মোটর সাইকেলের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। এয়ার কন্ডিশনারের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩২ ইঞ্চির উপরে টেলিভিশনের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২ ও ২৮
পণ্য ও পরিষেবা করের উপর ১২ ও ২৮ শতাংশ হার তুলে নেওয়া হল
বুধবার পণ্য ও পরিষেবা করের নতুন হার ঘোষণা করা হল। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: RBI MPC Meeting - এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি