
New GST Regime: প্রত্যাশামতোই পণ্য ও পরিষেবা করের (Goods and Services Tax) ক্ষেত্রে ১২ ও ২৮ শতাংশের হার তুলে দেওয়া হল। বুধবার জিএসটি কাউন্সিলের ৫৬-তম বৈঠকের পর নতুন করের হারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য ৫ ও ১৮ শতাংশে নামিয়ে আনা হল। নেশার দ্রব্য ও বিলাসবহুল পণ্যগুলির উপর করের হার বাড়িয়ে ৪০ শতাংশ করা হল। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে জিএসটি-র নতুন হার। সেদিনই শুরু হচ্ছে নবরাত্রি (Navaratri)। ফলে উৎসবের মরসুমের আগেই সারা দেশের মানুষ স্বস্তি পাচ্ছেন। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে গেলে সবারই লাভ হবে। তবে যাঁরা ধূমপান বা অন্য নেশা করেন, তাঁদের খরচ বাড়তে চলেছে।
চুলে ব্যবহারের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিমের উপর এতদিন ১৮ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে এই পণ্যগুলির উপর ৫ শতাংশ কর নেওয়া হবে। মাখন, ঘি, চিজ ও ডেয়ারি পণ্যের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। প্যাকেটজাত নোনতা খাবার, ভুজিয়া, চানাচুরের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। বাসনপত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। শিশুদের দুধের বোতল, ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপারের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ। সেলাই মেশিন ও যন্ত্রাংশের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার ৫ শতাংশ কর নেওয়া হবে।
ট্রাক্টরের উপর এতদিন ১২ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ৫ শতাংশ কর নেওয়া হবে। ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। কীটনাশকের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। সেচের জন্য প্রয়োজনীয় যন্ত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। চাষের জমি তৈরি-সহ নানা কাজে ব্যবহৃত যন্ত্রের উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।
স্বাস্থ্য ও জীবনবিমার ক্ষেত্রে কর ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নিয়ে আসা হল। থার্মোমিটারের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হল। মানচিত্র, গ্লোব, চার্ট, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, খাতার উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনা হল। ইরেজারের উপর কর ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা হল।
১২০০ সিসি ৪০০০ মিলিমিটারের মধ্যে গাড়ির উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ১৫০০ সিসি থেকে ৪০০০ মিলিমিটারের মধ্যে গাড়ির উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩ চাকার গাড়ির উপরেও কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩৫০ সিসির মধ্যে মোটর সাইকেলের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। এয়ার কন্ডিশনারের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। ৩২ ইঞ্চির উপরে টেলিভিশনের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।