
Wheelchair Service: বিমানবন্দরের মতো এবার রেল স্টেশনগুলিতেও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হল। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে এই ব্যবস্থা রাখা হচ্ছে। বয়স্ক ব্যক্তি, বিশেষভাবে সক্ষম বা অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলির ক্ষেত্রে যাত্রীদের সুবিধার দিকে জোর দিতে একগুচ্ছ পরিষেবা নিয়ে এসেছে রেল। এবার ভারতীয় রেলেও হুইল চেয়ার পরিষেবার ব্যবস্থা করা হল। দেশের বড় স্টেশনগুলিতে প্ল্যাটফর্মে যাতে সহজে পৌঁছনো যায় এবং স্টেশন চত্বরে সহজ গতিবিধির জন্য চলমান সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা করা হচ্ছে। সুগম্য ভারত অভিযানের অধীনে এই পরিষেবাগুলির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ব্যবস্থা করা হচ্ছে হুইল চেয়ারের। আমেদাবাদ, আগ্রা ক্যান্ট, বারাণসী, ভদোদরা, কানপুর সেন্ট্রাল, বিজয়ওয়াড়া, মুম্বই সেন্ট্রাল, মুম্বই সিএসটি, হাওড়া, ইন্দোর, লখনউ, নয়াদিল্লি, পুণে, বেঙ্গালুরু সিটি-সহ গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে এই পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।
অনলাইনে আইআরসিটিসি পোর্টালেই বুক করা যায় ই-হুইল চেয়ার পরিষেবা। প্রথমেই জানিয়ে রাখি আইআরসিটিসি অ্যাপ, ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা বুকিং করছেন তাঁরাও এই হুইল চেয়ার বুকিং করতে পারবেন। বুকিংয়ের সময় ৫০০ টাকা মূল্য এবং তার সঙ্গে পরিচয়পত্র দিয়ে বুকিং করতে হবে। http://www.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে ‘মোর’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘অ্যাট স্টেশনস’ ট্যাবের নীচে ‘ই-হুইল চেয়ার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর পিএনআর নাম্বার দিয়ে ‘সার্চ’এ ক্লিক করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে ‘বুক’ অপশনে ক্লিক করতে হবে। বুকিং এর তথ্য পেয়ে যাওয়ার পর ‘বুকিং ভাউচার’এ ক্লিক করলেই মিলবে ভাউচার।
মূলত বৃদ্ধ, অসুস্থ এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্যই রয়েছে ই-হুইলচেয়ারের ব্যবস্থা। বুকিং ভাউচারের মাধ্যমে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে পাওয়া যাবে এই পরিষেবা। এর জন্য কোনও আলাদা চার্জ লাগবে না। রেলের নিয়ম অনুযায়ী, স্টেশনের কালেকশন সেন্টার থেকেই হুইলচেয়ারটি সংগ্রহ করতে হবে এবং তারপর সেখানেই ফেরত দিতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।