BREAKING NEWS: সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ভূস্বর্গ, জম্মু ও কাশ্মীরের জঙ্গলে গুলির লড়াই

Published : Sep 08, 2025, 10:20 AM IST
J&K Encounter

সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীরের কুলগ্রামের গুড্ডার জঙ্গলে নিরাপত্তরক্ষীদের অভিযান। সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। 

জম্মু ও কাশ্মীরের কুলগ্রামের গুড্ডার জঙ্গলে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সেনাবাহিনী এবং সিআরপিএফ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে কাশ্মীর জোনাল পুলিশ জানিয়েছে।

 

এক্স-এর একটি টুইটে, কাশ্মীর জোনাল পুলিশ জানিয়েছে যে একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগ্রামের একটি জঙ্গলে হানা দিয়েছিল নিরাপত্তারক্ষীরা। সেখানেই গা ঢাকা দিয়েছিল কয়েকজন জঙ্গি। যদিও কতজন সন্ত্রাসবাদী সেখানে আত্মগোপন করেছিল সেই তথ্যদেয়নি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হানা দেওয়া হয়েছিল কুলগ্রামের জঙ্গলে।

সবিস্তারে আসছে...

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!