ওল্ড মাইসোর দখলের দামামা বাজালেন অমিত শাহ, বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বাগে আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমতি

আগামী বছরই কর্নাটকে বিধানসভা নির্বাচন। সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। অমিত শাহের উপস্থিতিতে একগুচ্ছ বড় পদক্ষেপ কর্নাটক বিজেপির।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ভোটমুখী কর্নাটক সফরে রয়েছে। রাজ্যের বিজেপি নেতাদের একত্রিত হয়ে লড়াই করার পক্ষেই সওযাল করছেন তিনি। আর সেই কারণেই তাঁর প্রথম পদক্ষেপই হল কেএরস ঈশ্বরাপ্পা ও রমেশ জারকিহোলির মত বিক্ষুদ্ধ বিজেপি নেতাদেশ শান্ত করা। সেই জন্যই কর্নাটকের মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমতি দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, ভোটের আগে কর্নাটকে বিজেপিতে যাতে ফাটল না ধরে তার জন্য দুই নেতাকে নতুন মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এখানেই শেষ নয়, ভোটমুখী কর্নাটকের বুথ স্তরের বিজেপি কর্মীদের সঙ্গে একটি বৈঠকও করেন অমিত শাহ। সেখানে ২০২৩ সালে রাজ্যে হতে চলা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন। মূলত ভোটের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক হয়। এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র, বিজেপির সধারণ সম্পাদকক ও রাজ্য ইনচার্জ অরুণ সিং। এদিন অমিত শাহ স্পষ্ট করে দেন আগামী নির্বাচনে ওল্ড মাইশোর এলাকায় পদ্ম ফোটাতেই হবে। কারণ এই এলাকাটি কংগ্রেস ও জনতা দল (সেকুলারের) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকার অধিকাংশ মানুষই নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে থাকেন।

Latest Videos

অমিত শাহ দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, ওল্ড মাইসোর এলাকায় বিজেপিকে আগামী নির্বাচনের মধ্যেই এক নম্বর দল হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। এই এলাকায় ভোটারদের মন জয়ের জন্য যাবতীয় চেষ্টা করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তবে দেবেগৌড়ার জনতা দলের সঙ্গে যেকোনও বোঝাপড়া যে আগামী দিনে এই এলাকায় হবে না তাও নিশ্চিত করে দিয়েছেন তিনি। শুক্রবার রাতে প্রায় তিন ঘণ্টা ধরে ওল্ড মইশোরের বিজেপি নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন অমিত শাহ।

বৈঠকের পর রাজ্যের মন্ত্রী আর অশোক জানিয়েছেন আগামী নির্বাচনের ওল্ড মাইসোর এলাকাই বিজেপির মূল টার্গেট। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী মাসেও কর্নাটক সফরে আসবেন অমিত শাহ। কর্নাটকে বিজেপি এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। দলীয় নেতৃত্বের একটি অংশ জানিয়েছে তারা অমিত শাহের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে। বিজেপি সূত্রের খবর আদিচুঞ্চনগিরি মঠের প্রধান ধর্মগুরু নির্মলনান্দনাথ স্বামীজির সঙ্গেও দেখা করতে পারেন অমিত শাহ। এই মঠ ভোক্কালিগা সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ওল্ড মাইসোর এলাকায় এই সম্প্রদায়ের আধিপত্য চলে। এখন থেকেই স্থানীয় বাসিন্দাদের আস্থা অর্জনের চেষ্টা একাধিক পদক্ষেপ করছে বিজেপি।

আরও পড়ুনঃ

দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল পার হবে মাত্র ৪৫ সেকেন্ডে, আগামী ডিসেম্বর থেকে যাত্রা শুরুর সম্ভাবনা

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী, মায়ের মৃত্যু সংবাদ টুইট করেন ছেলে

হীরাবেন কোনও দিন স্কুলেই যাননি, তবে জোর দিয়েছিলেন সন্তানদের আত্মনির্ভর আর সুশিক্ষত করতে

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury