করোনা সংকট রুখতে ও আত্মনির্ভর ভারত গড়তে প্রভিডেন্ট ফান্ডেও ছাড়, ঘোষণা নির্মলার

  • ইপিএফ-এ ছাড় দেওয়ার কথা ঘোষণা কেন্দ্রীয় সরকারের 
  • সুবেধে পাবেন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা
  • আরও ৩ মাস মেয়াদ বৃদ্ধির ঘোষণা

করোনা সংকট কাটাতে এবার কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়িয়েছে দেশের শ্রমিক ও চাকুরিজীবের। এবার থেকে বেতনের অধিকাংশই বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে আরও তিন মাসের ছাড় দেওয়া হয়েছে। আগেই মার্চ থেকে মে মাস পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। এবার সেই ছাড় আরও তিন মাসের জন্য বাড়িয়ে অগাস্ট মাস পর্যন্ত করা হয়েছে। এই সময়ে যে কোনও কর্মী বা শ্রমিকরা তাঁদের বেতনের মাত্র ১০ শতাংশ অংশই প্রভিডেন্ট ফান্ডে জমা করাতে পারেন। পাশাপাশি যেকোনও সময় তাঁরা টাকা তুলতেও পারবেন। এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। করোনা সংকটজের জন্য অচলাবস্থা কাটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

একনজরে চোখ রাখুন ইপিএফ-এ ছাড়ের দিকে:

  • কর্মীদের প্রভিডেন্ট ফান্ডেও ছাড়
  • আরও ৩ মাসের জন্য ছাড়
  • আগেই মার্চ-মে ছাড় দেওয়া হয়েছিল
  • জুন,জুলাই ও অগাস্টেও ছাড় দেওয়া হয়েছে
  • চাকরিদাতাদের আর ১২ শতাংশ দিতে হবে না
  • ১০ শতাংশই জমা করা যাবে
  • টাকা তোলার ক্ষেত্রেও সুবিধে পাবেন শ্রমিক ও কর্মীরা 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও বলেছেন এই প্রকল্পের আওতায় থাকা সরকারি কর্মীরাও বিশেষ সুবিধে পাবেন। কেন্দ্রীয় সরকার এই প্রভিডেন্ট ফান্ডে একটি বড় টাকা জোগান দেয়। এই প্রকল্পের ফলে সাড়ে তিন লক্ষেরও বেশি প্রতিষ্ঠান উপকৃত হবে। পাশাপাশি ৭২ লক্ষ কর্মচারীও উপকৃত হবেন বলেই দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। 

আরও পড়ুনঃ ৩ পর্বের লকডাউনের পরই অন্তর্দেশীয় পরিষেবা এয়ার ইন্ডিয়ার , বিশেষ বিমানের ব্যবস্থা

আরও পড়ুনঃ আত্মনির্ভর ভারত অভিযানের প্রথম পদক্ষেপ, এক নজরে দেখুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির জন্য কেন্দ্রের ভূম...

Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
Suvendu Adhikari: এবার কী গাড়িতে হেলমেট রাখবেন শুভেন্দু? দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়