শেষ কয় মাস ধরে EPFO-তে এসেছে নানান পরিবর্তন। এখন EPFO থেকে টাকা তোলা আরও সহজ হয়েছে।
সদ্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) ৭ কোটিরও বেশি কর্মচারীর জন্য ডিজিটাল পরিষেবায় আমূল পরিবর্তন এনেছে।
নতুন সংস্কারে পিএফ ব্যালেন্স চেক, টাকা তোলা এবং পেনশন প্রদান অনেক সহজ হয়েছে। ২০২৫ সালে এই নিয়ম চালু হয়েছে কর্মীদের স্বার্থে।
কর্মীদের EPFO সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
এবার থেকে এক ক্লিকে পাবেন EPFO- সংক্রান্ত সকল তথ্য, চালু হল নয়া নিয়ম।
এখন নিবন্ধিত মোবাইল থেকে EPFO সংক্রান্ত সকল তথ্য পাবেন। এমনকি, ১০টি ভাষায় মিলবে তথ্য।
PF ব্যালেন্স চেক করতে কিংবা পেনশন সংক্রান্ত তথ্য পেতে হলে একটা মিসড কল বা এসএমএস করলেই হল।
৭৭৩৮২৯৯৮৯৯ বা ০১১-২২৯০১৪০৬ নম্বরে এবার থেকে মিসড কল দিন কিংবা এসএমএস করুন।
তৎক্ষণাত PF ব্যালেন্স চেক করতে কিংবা পেনশন সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তেমনই যদি কোনও তথ্য পরিবর্তন করতে চান তাহলেও তা করতে পারবেন ফোন থেকে।
তেমনই এবার থেকে অ্যাকাউন্ট স্থানান্তরও হয়েছে সহজ। ১৫ জানুয়ারি থেকে নিয়োগকর্তার অনুমোদন ছাড়া এই কাজ করা যাচ্ছে।
Sayanita Chakraborty