এক ক্লিকে পাবেন EPFO- সংক্রান্ত সকল তথ্য, মোবাইল থেকে হবে সব কাজ, চালু হল নয়া নিয়ম

Published : May 19, 2025, 11:27 AM IST

EPFO Rules: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) ৭ কোটিরও বেশি কর্মীর জন্য ডিজিটাল পরিষেবায় আমূল পরিবর্তন এনেছে। নতুন সংস্কারে পিএফ ব্যালেন্স চেক, টাকা তোলা এবং পেনশন প্রদান অনেক সহজ হয়েছে। এখন এক ক্লিকেই EPFO সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

PREV
110

শেষ কয় মাস ধরে EPFO-তে এসেছে নানান পরিবর্তন। এখন EPFO থেকে টাকা তোলা আরও সহজ হয়েছে।

210

সদ্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) ৭ কোটিরও বেশি কর্মচারীর জন্য ডিজিটাল পরিষেবায় আমূল পরিবর্তন এনেছে।

310

নতুন সংস্কারে পিএফ ব্যালেন্স চেক, টাকা তোলা এবং পেনশন প্রদান অনেক সহজ হয়েছে। ২০২৫ সালে এই নিয়ম চালু হয়েছে কর্মীদের স্বার্থে।

410

কর্মীদের EPFO সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।

510

এবার থেকে এক ক্লিকে পাবেন EPFO- সংক্রান্ত সকল তথ্য, চালু হল নয়া নিয়ম।

610

এখন নিবন্ধিত মোবাইল থেকে EPFO সংক্রান্ত সকল তথ্য পাবেন। এমনকি, ১০টি ভাষায় মিলবে তথ্য।

710

PF ব্যালেন্স চেক করতে কিংবা পেনশন সংক্রান্ত তথ্য পেতে হলে একটা মিসড কল বা এসএমএস করলেই হল।

810

৭৭৩৮২৯৯৮৯৯ বা ০১১-২২৯০১৪০৬ নম্বরে এবার থেকে মিসড কল দিন কিংবা এসএমএস করুন।

910

তৎক্ষণাত PF ব্যালেন্স চেক করতে কিংবা পেনশন সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তেমনই যদি কোনও তথ্য পরিবর্তন করতে চান তাহলেও তা করতে পারবেন ফোন থেকে।

1010

তেমনই এবার থেকে অ্যাকাউন্ট স্থানান্তরও হয়েছে সহজ। ১৫ জানুয়ারি থেকে নিয়োগকর্তার অনুমোদন ছাড়া এই কাজ করা যাচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories