অক্টোবর মাসে দীপাবলি, ছট পুজোর মতো একাধিক উৎসবের কারণে স্কুল-কলেজে লম্বা ছুটি থাকছে। বিভিন্ন রাজ্যে ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও, ছট পুজো ও সর্দার প্যাটেল জয়ন্তীর জন্যেও নির্দিষ্ট কিছু রাজ্যে স্কুল বন্ধ থাকবে।
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে পুজোর মরশুম। এখনও তা অব্যাহত। সামনেই কালীপুজো। সে কারণে এখনও চলছে পুজো পুজো রব। বাংলায় এই সকল উৎসবের দিনগুলো বন্ধ থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠান। থাকে স্কুল ছুটি।
26
সেপ্টেম্বরেও একাধিক উৎসবের কারণে স্কুল ও কলেজে ছিল বিস্তর ছুটি। তেমনই এবার প্রকাশ্যে এল অক্টোবর মাসের ছুটির তালিকা। আগামী সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকহে স্কুল। তাও শুধু বাংলায় নয়, সমস্ত রাজ্যে।
36
অক্টোবর মাসে দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর মতো একাধিক উৎসব আছে। এই সকল উৎসবের দিন স্কুল তো বন্ধ থাকবেই। সেই সঙ্গে টানা ৫ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। জেনে নিন কবে কবে।
প্রকাশ্যে আসা ছুটির তালিকা বলছে, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি ও রাজস্থানে টানা পাঁচ দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত থাকবে ছুটি।
56
এই পাঁচ দিনের ছুটির মধ্যে রয়েছে, ছোট দিওয়ালি ছুটি, দীপাবলির ছুটি, গোবর্ধন পুজোর ছুটি ও ভাইফোঁটার ছুটি। তবে, স্কুল ও কলেজের ওপর নির্ভর করে সামান্য হলেও বদল হতে পারে এই তালিকা।
66
তেমনই আবার উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে পালিত হয় ছটপুজো। এই রাজ্যগুলোতে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকতে পারে। তেমনই হরিনায়া ও উত্তরপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্যে ৩১ অক্টোবর সর্দার প্যাটেল জয়ন্তী উপলক্ষ্যে থাকতে পারে ছুটি