মুম্বইয়ে বোমাতঙ্ক! রাজ্য থেকে মুম্বইগামী ট্রেনে মিলল বিস্ফোরক ও নোট

arka deb |  
Published : Jun 05, 2019, 04:55 PM IST
মুম্বইয়ে বোমাতঙ্ক! রাজ্য থেকে মুম্বইগামী ট্রেনে মিলল বিস্ফোরক ও নোট

সংক্ষিপ্ত

এক দিন আগেই আইসিসের বার্তায় ভীতসন্ত্রস্ত ছিল মুম্বই। এদিনের ঘটনায় কার্যত পুলিশ প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। 


ট্রেনের কামরায় লেখা, বিজেপিকে দেখিয়ে দিতে হবে আমরা কী করতে পারি।  এখানেই শেষ নয়, জিলোটিন আকৃতির বারুদ ঠাসা বিস্ফোরকও মিলল ট্রেনের থেকে। বিস্ফোরকের মধ্যে ডিনোটার না থাকায় বেঁচে গেল মুম্বই।  এক দিন আগেই আইসিসের বার্তায় ভীতসন্ত্রস্ত ছিল মুম্বই। এদিনের ঘটনায় কার্যত পুলিশ প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। 

এদিন সকাল ৭.৩০ নাগাদ মুম্বইয়ের কুরলা টার্মিনার্সে এই রাজ্য থেকে যাওয়া শালিমার এক্সপ্রেস ঢুকলে এই বিস্ফোরকটি চোখে পড়ে সাফাইওয়ালাদের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা স্টেশন খালি করা হয়। তল্লাশি শুরু হয় লোকমান্য তিলক স্টেশনেও।

এই ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে বোম্ব স্কোয়াড পরীক্ষা করে দেখেন বারুদ ঠাসা গিলোটিনগুলিতে ব্যাটারি এবং তার থাকলেও ডিনোটার নেই। পরীক্ষকরা জানান, ডিনোটার থাকলে বড় বিস্ফোরণ হতে পারত। 

ফরেন্সিক সাইন্টিফিক ল্যাব ইতিমধ্যে খতিয়ে দেখছে বিস্ফোরকের উপাদানগুলি। বিষয়টির তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড।

এই ঘটনার পর থেকে মুম্বইয়ে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়েছে। রেল পুলিশ ওই বগির সিসিটিভি   ফুটেজ খতিয়ে দেখছে।

PREV
click me!

Recommended Stories

ISRO PSLV C62: ভেসে বেড়াবে, পুড়ে যাবে, নাকি ভেঙে পড়বে, হারিয়ে যাওয়া ১৬ উপগ্রহের পরিণতি কী?
অজিত ডোভালের 'বিজয় মন্ত্র' ৩৩ মিনিটের এই ভাষণ বদলে দেবে আপনার ভাবনা!