মুম্বইয়ে বোমাতঙ্ক! রাজ্য থেকে মুম্বইগামী ট্রেনে মিলল বিস্ফোরক ও নোট

  • এক দিন আগেই আইসিসের বার্তায় ভীতসন্ত্রস্ত ছিল মুম্বই।
  • এদিনের ঘটনায় কার্যত পুলিশ প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। 
arka deb | Published : Jun 5, 2019 11:25 AM IST


ট্রেনের কামরায় লেখা, বিজেপিকে দেখিয়ে দিতে হবে আমরা কী করতে পারি।  এখানেই শেষ নয়, জিলোটিন আকৃতির বারুদ ঠাসা বিস্ফোরকও মিলল ট্রেনের থেকে। বিস্ফোরকের মধ্যে ডিনোটার না থাকায় বেঁচে গেল মুম্বই।  এক দিন আগেই আইসিসের বার্তায় ভীতসন্ত্রস্ত ছিল মুম্বই। এদিনের ঘটনায় কার্যত পুলিশ প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। 

এদিন সকাল ৭.৩০ নাগাদ মুম্বইয়ের কুরলা টার্মিনার্সে এই রাজ্য থেকে যাওয়া শালিমার এক্সপ্রেস ঢুকলে এই বিস্ফোরকটি চোখে পড়ে সাফাইওয়ালাদের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা স্টেশন খালি করা হয়। তল্লাশি শুরু হয় লোকমান্য তিলক স্টেশনেও।

Latest Videos

এই ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে বোম্ব স্কোয়াড পরীক্ষা করে দেখেন বারুদ ঠাসা গিলোটিনগুলিতে ব্যাটারি এবং তার থাকলেও ডিনোটার নেই। পরীক্ষকরা জানান, ডিনোটার থাকলে বড় বিস্ফোরণ হতে পারত। 

ফরেন্সিক সাইন্টিফিক ল্যাব ইতিমধ্যে খতিয়ে দেখছে বিস্ফোরকের উপাদানগুলি। বিষয়টির তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড।

এই ঘটনার পর থেকে মুম্বইয়ে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়েছে। রেল পুলিশ ওই বগির সিসিটিভি   ফুটেজ খতিয়ে দেখছে।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র