চিতাবাঘের চামড়া সহ কোকরাঝাড়ে ৩ চোরাশিকারি গ্রেফতার! কোথা থেকে মিলল এই পশুর চামড়া?

চিতাবাঘের চামড়া সহ কোকরাঝাড়ে ৩ চোরাশিকারি গ্রেফতার! কোথা থেকে মিলল এই পশুর চামড়া?

আসাম বন বিভাগ এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) শুক্রবার কোকরাঝাড়ের রাই মোনা জাতীয় উদ্যান থেকে তিন চোরাশিকারিকে গ্রেফতার করেছে। পশুর দেহের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের বেআইনি প্রক্রিয়ায় জড়িত তিন চোরাশিকারি পাঁচ কেজি চিতাবাঘের মাংস এবং তার চামড়া সহ ধরা পড়েছিল।

ধৃত চোরাশিকারিদের জিজ্ঞাসাবাদ করে বন বিভাগ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে হাতি, হরিণ ও চিতাবাঘের মতো পশুর দেহাংশ প্রতিবেশী দেশে পাচার করে আসছিল।এদিকে, পুলিশ অভিযুক্ত শিকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং বিষয়টি আরও তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করছে।

Latest Videos

 আসামের কোকরাঝাড় জেলার রাই মোনা জাতীয় উদ্যান এশিয়ান হাতি, ক্লাউডেড লেপার্ড, বেঙ্গল টাইগার, গৌড়, চিতল এবং আরও অনেক কিছুর জন্য বিখ্যাত।

সারা দেশ জুড়ে মাঝে মধ্যেই ধরা পড়ে চোরা শিকারিরা। বিদেশের বাজারেও বিক্র হয় পশুর চামড়া, সিং। চোরা শিকার বন্ধ করার জন্য একাধিক উপায় নেওয়া হচ্ছে সরকারের তরফে। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না মাঝে মধ্যেই পশুর চালানের খবর শোনা যাচ্ছে।

বাঘের সংখ্যা নিয়ে এমনিতেই আশঙ্কায় রয়েছে পশু প্রেমীরা। বাঘের সংখ্যা বেশ অনেকটাই কমেছে ভারতে। এর মধ্যে শিকারের খবর আরও আশঙ্কা প্রকাশ করেছে তাদের মনে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই চোরা শিকারিদের। বর্তমানে জেল হেফাজতে আছেন তারা। কীভাবে এই পশুর চামড়া তারা হাতে পেলেন তা খতিয়ে দেখছে আসাম বন বিভাগের পুলিশ।

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র