চিতাবাঘের চামড়া সহ কোকরাঝাড়ে ৩ চোরাশিকারি গ্রেফতার! কোথা থেকে মিলল এই পশুর চামড়া?

Published : Nov 23, 2024, 08:00 AM IST
Leopard Attack

সংক্ষিপ্ত

চিতাবাঘের চামড়া সহ কোকরাঝাড়ে ৩ চোরাশিকারি গ্রেফতার! কোথা থেকে মিলল এই পশুর চামড়া?

আসাম বন বিভাগ এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) শুক্রবার কোকরাঝাড়ের রাই মোনা জাতীয় উদ্যান থেকে তিন চোরাশিকারিকে গ্রেফতার করেছে। পশুর দেহের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের বেআইনি প্রক্রিয়ায় জড়িত তিন চোরাশিকারি পাঁচ কেজি চিতাবাঘের মাংস এবং তার চামড়া সহ ধরা পড়েছিল।

ধৃত চোরাশিকারিদের জিজ্ঞাসাবাদ করে বন বিভাগ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে হাতি, হরিণ ও চিতাবাঘের মতো পশুর দেহাংশ প্রতিবেশী দেশে পাচার করে আসছিল।এদিকে, পুলিশ অভিযুক্ত শিকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং বিষয়টি আরও তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করছে।

 আসামের কোকরাঝাড় জেলার রাই মোনা জাতীয় উদ্যান এশিয়ান হাতি, ক্লাউডেড লেপার্ড, বেঙ্গল টাইগার, গৌড়, চিতল এবং আরও অনেক কিছুর জন্য বিখ্যাত।

সারা দেশ জুড়ে মাঝে মধ্যেই ধরা পড়ে চোরা শিকারিরা। বিদেশের বাজারেও বিক্র হয় পশুর চামড়া, সিং। চোরা শিকার বন্ধ করার জন্য একাধিক উপায় নেওয়া হচ্ছে সরকারের তরফে। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না মাঝে মধ্যেই পশুর চালানের খবর শোনা যাচ্ছে।

বাঘের সংখ্যা নিয়ে এমনিতেই আশঙ্কায় রয়েছে পশু প্রেমীরা। বাঘের সংখ্যা বেশ অনেকটাই কমেছে ভারতে। এর মধ্যে শিকারের খবর আরও আশঙ্কা প্রকাশ করেছে তাদের মনে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই চোরা শিকারিদের। বর্তমানে জেল হেফাজতে আছেন তারা। কীভাবে এই পশুর চামড়া তারা হাতে পেলেন তা খতিয়ে দেখছে আসাম বন বিভাগের পুলিশ।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!