
তেলেঙ্গানার মেদক জেলার গোমারাম গ্রামে এক ভিক্ষুককে নৃশংসভাবে মারধর করে তিন ব্যক্তি। গত ৪ সেপ্টেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে মেদকের পুলিশ সুপার উদয় কুমার জানিয়েছেন, "চুরির মিথ্যা অভিযোগ তুলে নির্যাতিতাকে মারধর করা হয়। ওই ব্যক্তি ঘুমানোর জন্য স্থানীয় একটি বাস স্টেশনে আশ্রয় নিয়েছিলেন তখন এক ব্যক্তি জোর করে তাঁকে একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে জোর করে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করিয়ে তাকে মারাত্মক শারীরিক নির্যাতন করা হয়। এরপর তুমুল মারধরের পর ৫ সেপ্টেম্বর মারা যান নির্যাতিতা।
আরও পড়ুন: সন্দীপ ঘোষের ল্যাপটপে পরের পর উলঙ্গ পুরুষের ছবি! দেখে 'থ' হয়ে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা
ঘটনার পর পুলিশ দ্রুত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়, অভিযুক্ত অপরাধীদের খোঁজে তদন্ত শুরুর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় গঙ্গি রেড্ডি, তিরুপতি রেড্ডি ও মণিকান্ত গৌড়কে। এসপি উদয় কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটি আরও খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।