৩০ বছর আগে মৃত মেয়ের 'সুপাত্র'-র খোঁজে কাগজে বিজ্ঞাপন, বিয়ের জন্য লম্বা লাইন

৩০ বছর আগে মৃত মেয়ের বিয়ে দিতে চেয়ে বিজ্ঞাপন দিয়েছে কাজগে।পাত্রের জন্য দেওয়া হয়েছে শর্তও।

 

ভূতেরও ভবিষ্যৎ থাকে! অনীক দত্তর সিনেমা যে কেবলই রিল- তা নয়। রিয়েল লাইফেও অনেকটাই তেমনই ঘটনা। কর্ণাটকে তেমনই একটি ঘটনা সামনে এসেছে। ৩০ বছর আগে মৃত মেয়েক পাত্রের খোঁজে পরিবারের সদস্যরা কাগজে বিজ্ঞাপন দিয়েছে। সেইঘটনা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ কন্নড় জেলার একটি পরিবার ৩০ বছর আগে মৃত মেয়ের বিয়ে দিতে চায়। সেই জন্য একটি বরের আত্মা চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। পাত্রপাত্রীর পাতাতেই ছাপা হয়েছে সেই বিজ্ঞাপ। অবিশ্যাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে।

Latest Videos

স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে অনেকেই চকমে গেছে। বিজ্ঞাপনে ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য পাত্র চাওয়া হয়েছে। তাও আবার যাতা পাত্র নয়, জাতগোত্র মিলিয়েই পাত্র চায় পরিবার। পাত্রীর পরিবার রীতিমত যোগ্য পাত্রই চায় তাদের মরা মেয়ের জন্য।

কর্ণাটকে একটি প্রাচীন প্রথা এখনও চালু রয়েছে। নাম কুলি মাদিমে অথবা প্রীতা মাদুভে। উদুপি ও দক্ষিণ কন্নড় জেলার উপকূলবর্তী জেলা টুলুনাড়ুতে কুলে মাদিনে অনুষ্ঠান একটি প্রাচীন রীতি। এই অনুষ্ঠানেই দুই আত্মা বা ভূতের বিয়ে হয়। সেই কারণে মৃতার পরিবার পাত্র খুঁজছে।

বিজ্ঞাপনে পরিবারটি সুপাত্রের খোঁজ করেছে। বিজ্ঞাপনে যোগাযোগ নাম ঠিকানা সবই দেওয়া হয়েছে। বলা হয়েছে মৃতার জাতের কথাও। মৃতা কুলাল জাতের। আর বঙ্গেরা গোত্রের। বিজ্ঞাপনে বলা হয়েছে, এমন পাত্র চাই যে ৩০ বছর আগে মারা গেছে। পা্ত্রের পরিবারও এই প্রথামতে বিয়ে দিতে চাইলে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

মৃতার পরিবার জানিয়েছে, গত পাঁচ বছর ধরেই তারা পাত্র খুঁজছে। কিন্তু সুপাত্র পায়নি। বিজ্ঞাপন দিলে হাসাহাসি হতে পারে সেই জন্য এতদিন দেয়নি। তবে বিজ্ঞাপনে সাড়া পেয়েছে বলেও জানিয়েছে পাত্রী পক্ষ। ইতিমধ্যেই ৫০ জন যোগাযোগ করেছে। গোটা অনুষ্ঠান সম্পর্কেও জানতে চেয়েছে। কুলে মাদিমে হল একটি বিয়ের অনুষ্ঠান যেখানে অবিবাহিত অবস্থায় মৃত ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই আচারণের মাধ্যমে মৃতের আত্মা শান্তি পায়।

Share this article
click me!

Latest Videos

'মমতাকে না সরালে বাংলায় হিন্দুদের চরম পরিণতি হবে' থানা থেকে ছাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ সুকান্তর
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী