১০ কোটি কৃষক পাবেন ২০০০টাকা, তবে ই কে ওয়াইসি বাধ্যতা মূলক,জানাল কেন্দ্র

পি এম কিষান যোজনায় ভুক্ত কৃষক দের একাউন্টে প্রায় ২০০০ টাকা করে জমা হবে।
 

Web Desk - ANB | Published : May 31, 2022 11:19 AM IST

অবশেষে পিএম কিষান যোজনার অপেক্ষারত কৃষকদের জন্য এল সুখবর ৷ প্রধান মন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে যার থেকে অনুমান করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পিএম কিষান সম্মান নিধির ১১তম কিস্তি জারি করতে পারেন ৷ অনুমান করা হচ্ছে এদিন ১০ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করা হতে পারে এই স্কীমে আওতা ভুক্ত কিষান দের ৷ হিসেব অনুযায়ী, বছরে তিনটি কিস্তি তে ২০০০ করে সরকারের পক্ষ থেকে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষকদের ৷ এদিন প্রধানমন্ত্রী সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয় যে ১৬টি সরকারি যোজনার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী নিজে ৷ 

কারা কারা পাবেন এই সুবিধা?

পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য অবশ্যই ই-কেওয়াইসি করাতে হবে বলে জানিয়েছে  কেন্দ্রীয়  সরকার, এবং এটি বাধ্যতামূলক ৷ অনলাইনে ওটিপি-র মাধ্যমে এবং অফলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকরা ই-কেওয়াইসি করতে পারবেন ৷

যারা বাড়ি তে বসে করতে চান-

বাড়িতে বসে খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি করা যাবে, এর জন্য অবশ্য মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্কড থাকা বাঞ্চনীয় ৷ কারণ রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি ।

আরও পড়ুন- বাংলায় বর্ষা আসছে- অপেক্ষা মাত্র ২-৩ দিনের, তবে দক্ষিণবঙ্গের স্বস্তি নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের 

আরও পড়ুন- UPSC Topper: শ্রুতি শর্মার মক ইন্টারভিউ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দেখুন কীভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি

আরও পড়ুন- আরিয়ান খান মাদক মামলার স্বস্তি শাহরুখের ঘরে, পাল্টা বদলির 'কোপ' সমীর ওয়াংখেড়ের ওপর

কিভাবে করতে হবে?


১) প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
২) এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
৩) ক্লিক করার পর যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের বিষয়  সঠিক তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
৪) এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
৫) ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে। এর জন্য আলাদা কোনো রকম ফি দিতে হবে না।

আর যারা কমন সার্ভিস সেন্টার থেকে করাবেন-

যাদের স্মার্ট ফোন নেই তারা কাছা কাছি কোনো কমন সরভিস সেন্টারে চলে যান প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। অফলাইনে বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে৷ তবে অনলাইনের মতন অফলাইন সার্ভিস পুরো পুরি  বিনামূল্যে নয়, কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা ফি দিতে হয় ৷ এছাড়া সিএসসি ১০ থেকে ২০ টাকা পরিষেবা চার্জ ধার্য করতে পারে ডেটা এন্ট্রি অপারেটর রা ৷ অর্থাৎ অফলাইনে ই-কেওয়াইসি করতে হলে আপনাকে ৩৭ টাকা চার্জ দিতে হতে পারে ৷
 

Share this article
click me!