জীবিত মেয়ের ফ্লেক্স বের করে মৃত ঘোষণা করলেন বাবা! তেলেঙ্গানার ঘটনায় শোরগোল

Published : Apr 09, 2024, 01:55 PM IST
father printed flexis in Rajanna Sircilla dist declaring his daughter had died

সংক্ষিপ্ত

এ যেন ঠিক সিনেমার গল্প! জীবিত মেয়েকে মৃত ঘোষণা করলেন বাবা। কী এমন ঘটেছিল?

এ যেন ঠিক সিনেমার গল্প! জীবিত মেয়েকে মৃত ঘোষণা করলেন বাবা। বাবার অমতে বিয়ে করলেন মেয়ে। যার জেরেই চরম পরিণতি বেছে নিলেন পিতা। ছবি ছেপে মেয়ের শ্রাদ্ধ করলেন তিনি।

মাঝে মধ্যেই কত রকম ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যা দেখে চক্ষু চড়কগাছ হয় নেটিজেনদের । এবার ঘটল অদ্ভুত এক ঘটনা। জ্বলজ্যান্ত মেয়ে শ্রাদ্ধ করলেন মেয়ের পিতা। ফ্লেক্স ছেপে মেয়েকে মৃত বলে ঘোষণা করলেন তিনি।

বিটেক পড়তে বাইরে গিয়েছিল মেয়ে সেখানেই নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করেন। বিয়ের খবর জানানো হয়নি বাড়িতেই। বাড়ির অমতেই বিয়ে সেড়ে ছিলেন ওই তরণী। যার জেরে রেগে আগুন হয়ে যান মেয়ের বাবা। তাঁর অমতে বিয়ে করার অপরাধে মেয়েকে জীবিত বলেই মানতে নারাজ তিনি। নিজের হাতে মেয়ের শ্রাদ্ধ করলেন। তার সঙ্গে ফ্লেক্স প্রিন্ট করে ঘোষণা করলেন মেয়ের মৃত্যুর কথা।

 

 

তেলেঙ্গানার এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। পিতার এই কীর্তি দেখে সমালোচনা করেছেন অনেকেই। মেয়ে যাই করুক তার জন্য এই পরিণতি বেছে নেওয়া একেবারই ঠিক নয় বলে মত দিয়েছেন নেটিজেনরা।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি