Suicide Case: 'চাকরি চলে যাবে'! এই ভয়েই গলায় দড়ি দিলেন পেটিএম ব্যাঙ্কের ৩৫ বছর বয়সি কর্মী

Published : Feb 27, 2024, 09:49 AM ISTUpdated : Feb 27, 2024, 10:13 AM IST
suicide

সংক্ষিপ্ত

সাংঘাতিক আর্থিক অনটনের ভয় চেপে বসেছিল ৩৫ বছর বয়সি যুবকের ওপর! সেই চাপেই নিয়ে ফেললেন জীবনের চরম সিদ্ধান্ত।

বন্ধ হয়ে যাবে কোম্পানি, চলে যাবে চাকরি। চাকরি হারালে পড়তে হবে মারাত্মক আর্থিক অনটনে…. এই সাংঘাতিক ভয় চেপে বসেছিল ৩৫ বছর বয়সি যুবকের ওপর! সেই চাপেই নিয়ে ফেললেন জীবনের চরম সিদ্ধান্ত। 

-

Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের ইন্দোরের অফিসে চাকরি করতেন ৩৫ বছর বয়সি গৌরব গুপ্ত। বিগত কয়েকদিন ধরেই তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ২৫ ফেব্রুয়ারি, রবিবার তিনি ইন্দোরে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। 

-

ঘটনার পর গৌরবের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক তারেশ কুমার সোনি।

PREV
click me!

Recommended Stories

'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি
Mamata Banerjee : কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার, পাল্টা আক্রমণে বিজেপির ভাবনা বোহরা