দিল্লিতে রাজনাথ-এসপার বৈঠক, পাশে থাকার বার্তা নিয়ে ভারতে মার্কিন প্রতিরক্ষা সচিব

  • প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিবের বৈঠক 
  • মার্কিন প্রতিরক্ষা সচিবকে গার্ড অব অনার
  • ভারত মার্কিন টু প্লাস টু বৈঠক 
     


সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়গুলিসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই বৈঠক কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলেই জানিয়েছেন রাজনাথ সিং। এদিন মার্কিন বিদেশ সচিবকে সাউথ ব্লকে গার্ড ওব অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানাতে পেরে আনন্দিত বোধ করছেন বলেও জানিয়েছেন রাজনাথ সিং। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সূত্রের খবর ইন্দো প্রশান্ত মহাসগরীয় এলাকায় সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পকেই সহযোগিতা করার বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। 


আমেরিকার প্রসেডিন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার মুখেই নয়া দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে  ভারত আমেরিকা টু প্লাস টু বৈঠক। আর তা রীতিমত তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। এই আলোচনাতে অংশ নেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে মার্কিন প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মার্ক টি এসপার ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়। পম্পেয় ইতিমধ্যেই ভারতে উপস্থিত হয়েছেন। 

ধীরে ধীরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আট মাস পর এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতে। আর সেই বৈঠকের দিকে নজর রয়েছে বেশ কয়েকটি দেশের। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদান ও প্রতিরক্ষা বাণিজ্য। ভারতের পর শ্রীলঙ্গা মালদ্বীপ ইন্দোনেশিয়াতেও  কর্মসূচি রয়েছে পম্পেয়র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই তাঁরা দেখা করতে পারেন বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন। 


এদিন রাজনাথ সিং এর সঙ্গা মার্কিন প্রতিরক্ষা সচিবের যে বৈঠক হয় সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা বাহিনীর প্রধান নরাভানে, বায়ু সেনার প্রধান আরকে ভাদৌরিয়া, নৌসেনার প্রধান করম্বীর সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope