News Covid Case India: মহামারীর বছর পাঁচেক পর ফের দেশে করোনার উপসর্গ! ভারতে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা? দুটো ভ্যাক্সিন আর বুস্টার ডোজ নেওয়ার পরও শরীরে করোনার উপসর্গ! বিশদে জানতে দেখুন ফটো গ্যালারিতে…
কোনও কোমর্বিডিটি নয়। ভারতে ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস। করোনার জন্যই প্রাণ হারিয়েছেন এক তরতাজা যুবক। বুস্টার ডোজ নেওয়ার পরও মিলছে না রেহাই।
210
সক্রিয় ওমিক্রণের সাব ভ্যারিয়েন্ট
দেশে ছড়াচ্ছে সক্রিয় ওমিক্রণের সাব ভ্যারিয়েন্ট। যারফলে এই মুহুর্তে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। আর এই করোনায় প্রাণ কাড়ল জয়পুরের এক তরুণের।
310
করোনার কারণেই মৃত্যু
জয়পুরে বছর ২৬-এর এক যুবকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই যুবকের করোনার কারণেই প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজস্থানে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত ভারতের এই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩। তার মধ্যে একজনের মৃত্যু ঘটেছে।
510
করোনা আক্রান্তের তালিকায় শিশু-বৃদ্ধ
রাজস্থানে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সূত্রের খবর, করোনা আক্রান্তের তালিকায় রয়েছে ২ মাসের শিশু থেকে ৬৮ বছরের বৃদ্ধও।
610
রাজস্থানে করোনায় প্রথম মৃত্যু
জানা গিয়েছে, রাজস্থানে এক ৬৮ বছর বয়সী বৃদ্ধের করোনা আক্রান্তের খবর মিলেছে। এছাড়াও এই রাজ্যে ২০২৫ সালে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
710
ভারতে করোনার নতুন ঢেউ
এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, অধিকাংশের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হলেও পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে না। তবুও সাবধানের মার নেই। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
810
করোনার নতুন উপপ্রজাতি
চিকিৎসকদের মতে, করোনার নতুন সংক্রমণের বাড়বাড়ন্তের পিছনে রয়েছে NB.1.8.1 ভ্যারিয়েন্ট। নতুন উপপ্রজাতির দাপটের ফলে ভারতে বাড়ছে ফের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
910
আমেরিকাতেও কোভিডের নতুন ভ্যারিয়েন্ট
সূত্রের খবর, মার্কিনমুলুকেও দেখা দিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। যারফলে সংক্রমণ দ্রুত হারে বাড়ছে।
1010
নতুন ভ্য়ারিয়েন্টের কারণে বাড়ছে করোনা
এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, NB.1.8.1 ভ্যারিয়েন্টের দাপটের কারণে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে্। তবে কীভাবে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে তার উপর নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।