- Home
- West Bengal
- West Bengal News
- PM Modi Alipurduar: বার্লাহীন আলিপুরদুয়ারে ৯ বছর পর পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী, কী বার্তা দেবেন নমো? বড় ইঙ্গিত BJP-র
PM Modi Alipurduar: বার্লাহীন আলিপুরদুয়ারে ৯ বছর পর পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী, কী বার্তা দেবেন নমো? বড় ইঙ্গিত BJP-র
PM Narendra Modi News: অপারেশ সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।

দীর্ঘ ৯ বছর পর আলিপুরদুয়ারে মোদী
ভারত-পাক সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুরের’ পর প্রথমবার এবং ২০১৬ সালের পর দীর্ঘ ৯ বছর বাদে ফের আলিপুরদুয়ারে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফর ঘিরে উৎসাহ তুঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের।
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা
প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। সেখানে ভাষণ দেওয়ার পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
মোদীর প্রশাসনিক সভা ও জনসভা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সফর ঘিরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দুটি মঞ্চ করা হয়েছে। একটি হল প্রশাসনিক সভার জন্য। যেখান থেকে তিনি একগুচ্ছ প্রকল্পের শিলান্য়াস করবেন এবং আরেকটি হল জনসভার মঞ্চ।
CGD প্রকল্পের শিলান্যাস
ভারতের সিটি গ্যাস বিতরণ (CGD) নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় CGD প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ১০১০ কোটি টাকার অধিক ব্যয়ে, ২.৫ লক্ষেরও বেশি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG), ১০০-র বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।
মোদীর সফরে কড়া নিরাপত্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উপহারের সাধারণ মানুষ পরিবেশ বান্ধব, খরচ সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য জ্বালানির সুবিধা পাবেন, যার মাধ্যমে কর্ম ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, সিকিম ও আলিপুরদুয়ারে রাজনৈতিক বার্তার অপেক্ষায় উত্তরবঙ্গ (North Bengal News)।
উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তায় জোর
অপারেশন ‘সিঁদুর’—পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর এই প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে।
সিকিম সফরেও যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গ্যাংটক সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তিনি জনসভা করবেন গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে। সেখানে তিনি সিকিমবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর সিকিম থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা হবেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে পৌঁছাবেন সভাস্থলে। আলিপুরদুয়ারে তাঁর জনসভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে।
আলিপুরদুয়ারে দুর্বল বিজেপির ভিত?
এই সফর সরকারি প্রকল্প নির্ভর এবং সরকারি উদ্দেশ্যে বলে জানানো হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আদতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহনকারী সফর। উত্তরবঙ্গ, বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহার একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল। কিন্তু সম্প্রতি কোচবিহারে প্রভাব খুঁইয়েছে বিজেপি। পরিস্থিতি এমনই যে, আলিপুরদুয়ারেও বিজেপির ভিত দুর্বল হতে শুরু করেছে।
জন বার্লার তৃণমূলে যোগ, বিজেপিতে বড় ধাক্কা!
আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদানের ঘটনাও বিজেপির সংগঠনে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আর সেদিক থেকে বার্লাহীন আলিপুরদুয়ারে মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
নমোর বার্তার অপেক্ষায় উত্তরবঙ্গ
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন আলিপুরদুয়ার থেকে—সেটাই এখন দেখার। বিশেষ করে, পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রেক্ষিতে, মোদীর মুখ থেকে উত্তরবঙ্গবাসী কী বার্তা পান, সে দিকেই নজর সবার।

