স্বাধীনতা দিবসের আগে ফের উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গি গুলির লড়াইতে মৃত্যু এক আধিকারিকের

স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হল এক সেনা আধিকারিকের।

স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হল এক সেনা আধিকারিকের।

সূত্র মারফৎ খবর পেয়ে বুধবার, ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইতে মৃত্যু হয় ক্যাপ্টেন পদ মর্যাদার ঐ সেনা আধিকারিকের। সেনা সূত্রে জানা যাচ্ছে, এনকাউন্টারে আহত হয়েছেন একজন স্থানীয় নাগরিকও।

Latest Videos

জানা যাচ্ছে, বুধবার ডোডার জঙ্গল এলাকায় চার জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল যৌথবাহিনী। আগে থেকেই খবর ছিল যে, সন্ত্রাসবাদীরা শিবগড়-অসসর এলাকায় ঘাঁটি গেঁড়ে রয়েছে। নিরাপত্তারক্ষী বাহিনী ঐ এলাকা ঘিরে ফেলতেই আচমকা গুলির লড়াই শুরু হয়ে যায়।

তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সেনা আধিকারিক ক্যাপ্টেন দীপক সিং-এর। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকায় তৈরি এম-৪ অসল্ট রাইফেল। তিনটি রক্ত লাগা বড় ব্যাগও উদ্ধার করেছে সেনা।

প্রসঙ্গত, বিগত গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে উপত্যকা। তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, স্বাধীনতা দিবসকে নজরে রেখে দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলারও ছক কষছে জঙ্গিরা। অন্তত গোয়েন্দা রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী ১৫ই অগাস্টকে সামনে রেখে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, জঙ্গিরা দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে।

আর এইসবকিছুর মাঝেই ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন এই অভিযানে মৃত্যু হল এক সেনা আধিকারিকেরও। ডোডা জেলার আসসর এলাকায় চারজন জঙ্গির খোঁজে যায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইতে মৃত্যু হয় ক্যাপ্টেন পদ মর্যাদার ঐ সেনা আধিকারিকের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee