গরু -বাঘের লড়াই! রণথম্ভোর ন্যাশনাল পার্কে হাড় হিম করা ঘটনা, শেষে কী হল জানেন?

Published : Apr 03, 2024, 12:53 PM ISTUpdated : Apr 03, 2024, 01:44 PM IST
Ranthambore

সংক্ষিপ্ত

গরু আর বাঘের মধ্যে লড়াই! দেখলে গা শিউরে উঠবে।হাড় হিম করা এই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দুই পশুর লড়াই দেখে তাজ্জব হয়েছেন নেতিজেনরা। কিন্তু শেষ পর্যন্ত কে জিতল জানেন?

গরু আর বাঘের মধ্যে লড়াই! দেখলে গা শিউরে উঠবে।হাড় হিম করা এই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দুই পশুর লড়াই দেখে তাজ্জব হয়েছেন নেতিজেনরা। কিন্তু শেষ পর্যন্ত কে জিতল জানেন?

রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কের ঘটনা। প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এই পার্কে। এবার জঙ্গল সাফারি করতে গিয়ে ঘটল চঞ্চল্যকর একটি ঘটনা। জঙ্গল সাফারি করতে গিয়ে পর্যটকদের চোখের সামনে ঘটল ভয়াবহ ঘটনা। গরু - বাঘের লড়াই দেখে রীতিমতো চোখ কপালে ওঠে ট্যুর গাইড ও পর্যটকদের। সেই ভিডিওই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমের পর্দায়।

ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে লুকিয়ে ছিল একটি চিতাবাঘ। পাশেই দাঁড়ানো পর্যটক ও গাইডে ভরা চার থেকে পাঁচটি গাড়ি। সেখানে হঠাৎ করে উপস্থিত হয় একটি গরু। তাকে দেখে এক লাফে শিকারের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। কিন্তু ভয় না পেয়ে পালটা আক্রমণ করল গরুটিও। এক ধাক্কায় বাঘটিকে ঠেলে ফেলে দৌড়ে পালিয়ে যায় গরুটি। এই ঘটনা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। এতো সহজে গরুটিকে বাঘের কবল থেকে বেরিয়ে আসতে দেখে থ হয়ে যান তাঁরা। এই ভিডিওটি রণথম্ভোর ন্যাশনাল পার্কের আধিকারিকরাই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

অসাবধানতাবশত ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক পর্যটক। পরে রণথম্ভোর জাতীয় উদ্যানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় এই ভিডিওটি। ক্যাপশনে লেখা হয়েছে, "রণথম্ভোর ওয়াইল্ডলাইফ: ক্যামেরায় ধরা পড়া গরুর সঙ্গে বাঘের আকস্মিক সংঘর্ষ!"

 

 

রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় অবস্থিত, রণথম্ভোর জাতীয় উদ্যানকে একসময় জয়পুরের মহারাজাদের জনপ্রিয় শিকারের স্থান বলা হত। এখন খুব কাছ থেকে বন্যপ্রাণী দেখতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসেন।

PREV
click me!

Recommended Stories

ভারতের এমন একটি গ্রাম যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে কেনাকাটা হয় বাড়ির বর্জ্য পদার্থ
ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে