বৃদ্ধের মাথার মাঝ বরাবর লম্বা সিং! আদৌ কি সত্যি এই ঘটনা? ছবি দেখে তাজ্জব নেট পাড়ার বাসিন্দারা

Published : Apr 03, 2024, 09:18 AM ISTUpdated : Apr 03, 2024, 09:21 AM IST
MadhyaPradesh

সংক্ষিপ্ত

মানুষের মাথায় সিং! একেবারে লম্বা একটা সিং গজিয়েছে মাথার মাঝ বরাবর। তাঁকে দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের।

মানুষের মাথায় সিং! একেবারে লম্বা একটা সিং গজিয়েছে মাথার মাঝ বরাবর। তাঁকে দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। মাথায় গণ্ডারের মতো সিং গজিয়েছে এক ব্যক্তির। সেই ছবি দেখে তাজ্জব হয়েছে নেট দুনিয়া। এই 'অ্যানিম্যাল ম্যান' বা 'পশু মানবকে দেখে' রীতিমতো অবাক হয়েছেন সকলে। অধিকাংশেরই গা শিউরে উঠেছে এই ছবি দেখে। আদেও কি এই ছবি সত্যি না কি ভুয়ো তাই নিয়ে প্রশ্ন উঠেছে নেট মহলে?

৬০ থেকে ৭০ বছর বয়সী এই ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁর মাথাতে হঠাৎই গজিয়েছে গণ্ডারের মতো সিং। একেবারে মাথার মাঝখানের খুলি ফুঁড়ে গজিয়েছে একটা লম্বা সিং। জানা গিয়েছে, সাগর জেলার রাহলি গ্রামের বাসিন্দা এই বৃদ্ধের নাম শ্যাম লাল যাদব। ২০১৪ সালে একবার মাথায আঘাত পান এই বৃদ্ধ। এরপর থেকে সিংয়ের মতো একটা জিনিস বড় হতে থাকে তাঁর মাথায়। তবে কীভাবে এই ধরনের শিং গজাচ্ছে তার প্রকৃত কারণ অজানা। এখনও এর কোনও সঠিক কারণ খুঁজে পায়নি বিশেষজ্ঞরা। কোনও ধরনের রেডিয়েশন থেকেও এমনটা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

সম্প্রতি ‘ভিসানারি ভয়েড’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় এই ‘পশুমানুষ’ শ্যামলালের ছবি। এই পোস্টেই সিং গজানোর আসল রহস্য ফাঁস করা হয়েছে। চিকিৎসাবিদ্যার পরিভাষায় এই বিষয়টিকে বলা হয় ‘কিউটেনিয়াস হর্ন’ (ত্বকের শিং) বা ডেভিলস হর্ন (শয়তানের শিং) অথবা অ্যানিমালস হর্ন (পশুর শিং) বলা হয়। এটি একটি বিরল ধরণের ত্বকের বৃদ্ধি। দেখতে অনেকটা প্রাণীদের শিংয়ের মতোই। ত্বকের সমস্যা থেকেই এই ধরনের সমস্যা দেখা দেয়। এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled: ১৪০০ ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো! স্তব্ধ হবে ভারতের বিমান পরিষেবা?
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার