সংসদে প্রবেশ করলেন নির্মলা সীতারামণ, এসে গিয়েছে বাজেটের কপিও

Indrani Mukherjee |  
Published : Jul 05, 2019, 10:46 AM ISTUpdated : Jul 05, 2019, 10:52 AM IST
সংসদে প্রবেশ করলেন নির্মলা সীতারামণ, এসে গিয়েছে বাজেটের কপিও

সংক্ষিপ্ত

সংসদে এসে পৌঁছালেন নির্মলা সীতারামণ সঙ্গে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও বাজেটের কপিও এসে গিয়েছে সংসদ ভবনে বেলা ১১টায় শুরু হবে বাজেট পেশ

আর কিছুক্ষণের মধ্যেই সংসদে পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট। অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে সংসদ ভবনে পৌঁছালেন  নির্মলা সীতারামণ। দেশের প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হিসাবে পুর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। ইতিমধ্যেই বাজেটের কপিগুলি এসে পৌঁছেছে সংসদে। বেলা ১১টায় শুরু হবে বাজেট পেশের অনুষ্ঠান। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এবারের বাজেট নিয়ে দেশবাসীর প্রত্যাশা কিন্তু অনেকটাই বেশি।

 

প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনীতিকে আগামী দিনে যে দিশায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন, তাতে করে বাজেটে তার কতখানি প্রতিফলন ঘটে এখন সেদিকেই চোখ সকলের। নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০২৪-'২৫ সালের মধ্যে দেশের অর্থনীতিকে তিনি ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাবেন।

 

বাজেটের নথি হাতে অর্থমন্ত্রকে প্রবেশ করলেন নির্মলা সীতারামণ

ব্রিফকেসে নয়, লাল ফোলিও কাপড়ে মুড়ে বাজেট নথি নিয়ে সংসদের পথে নির্মলা

কিন্তু দেশের আর্থিক সমীক্ষা বলছে, সেই দিশায় যেতে হলে আর্থিক বৃদ্ধির হার হতে হবে ৮ শতাংশ। অর্থমন্ত্রীর কাছে এটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশিষ্ট মহল। এই বাজেট যে শুধু '১৯-'২০ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসাবই নয় বরং, আগামী  পাঁচ বছরে মোদী সরকারের আর্থিক নীতি কী হবে তার খতিয়ানও দিতে হবে নির্মলা সীতারামণকে। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র