আয়কর রির্টানের মেয়াদ বাড়ানো হল, জেনে নিন বিস্তারিত

Published : Jul 24, 2019, 06:49 PM ISTUpdated : Jul 24, 2019, 06:54 PM IST
আয়কর রির্টানের মেয়াদ বাড়ানো হল, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

২০১৮-১৯ এর আয়কর রির্টানের সময়সীমা বৃদ্ধি হল ৩১ জুলাইের পরিবর্তে ৩১ অগাষ্ট করা হল আইটি ফাইল করার সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইটি ফাইল না করলে দিতে হবে জরিমানা

২০১৮-১৯ চলতি বছরের আয়কর রির্টানের সময়সীমা বৃদ্ধি করে ৩১ জুলাইের পরিবর্তে ৩১ অগাষ্ট করা হল। মঙ্গলবার এই আয়কর রির্টানের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)-এর ২০১৮-১৯ অর্থবর্ষে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস স্টেটমেন্ট যাতে ইস্যু করা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  
আয়কর বিভাগের তরফ থেকে গত মাসে আয়কর নিয়োগকারীদের জন্য ফর্ম১৬ টিডিএস সার্টিফিকেট ইস্যু করার নির্দিষ্ট সময়সীমা বাড়িয়ে ১০ জুলাই করে ২৫ দিনের অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। এরপরেই আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই দাবি মেনেই আয়কর রির্টানের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নেওয়া এই সিদ্ধান্তে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
আয়কর বিভাগের তরফ থেকে এও জানানো হয়েছে, অতিরিক্ত সময়সীমার মধ্যেও যদি কোন নিয়োগকারীদের আয়কর রিটার্ন ফাইল না করেন, সেক্ষেত্রে তিনি ৩১ মার্চ ২০২০ মধ্যে যে কোনও সময়েই আইটি ফাইল করতে
পারবেন, তবে সেক্ষেত্রে অতিরিক্ত জরিমানা দিতে হবে। ৩১ ডিসেম্বর থেকে ৩১ মার্চ ২০২০ মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলে জরিমানা হবে ১০০০০ টাকা। যদি কোনও ব্যক্তির রোজগার ৫ লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে
জরিমানা ১০০০ টাকার মধ্যে হবে।

PREV
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত