আয়কর রির্টানের মেয়াদ বাড়ানো হল, জেনে নিন বিস্তারিত

  • ২০১৮-১৯ এর আয়কর রির্টানের সময়সীমা বৃদ্ধি হল
  • ৩১ জুলাইের পরিবর্তে ৩১ অগাষ্ট করা হল
  • আইটি ফাইল করার সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে
  • নির্দিষ্ট সময়ের মধ্যে আইটি ফাইল না করলে দিতে হবে জরিমানা

২০১৮-১৯ চলতি বছরের আয়কর রির্টানের সময়সীমা বৃদ্ধি করে ৩১ জুলাইের পরিবর্তে ৩১ অগাষ্ট করা হল। মঙ্গলবার এই আয়কর রির্টানের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)-এর ২০১৮-১৯ অর্থবর্ষে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস স্টেটমেন্ট যাতে ইস্যু করা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  
আয়কর বিভাগের তরফ থেকে গত মাসে আয়কর নিয়োগকারীদের জন্য ফর্ম১৬ টিডিএস সার্টিফিকেট ইস্যু করার নির্দিষ্ট সময়সীমা বাড়িয়ে ১০ জুলাই করে ২৫ দিনের অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। এরপরেই আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই দাবি মেনেই আয়কর রির্টানের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নেওয়া এই সিদ্ধান্তে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
আয়কর বিভাগের তরফ থেকে এও জানানো হয়েছে, অতিরিক্ত সময়সীমার মধ্যেও যদি কোন নিয়োগকারীদের আয়কর রিটার্ন ফাইল না করেন, সেক্ষেত্রে তিনি ৩১ মার্চ ২০২০ মধ্যে যে কোনও সময়েই আইটি ফাইল করতে
পারবেন, তবে সেক্ষেত্রে অতিরিক্ত জরিমানা দিতে হবে। ৩১ ডিসেম্বর থেকে ৩১ মার্চ ২০২০ মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলে জরিমানা হবে ১০০০০ টাকা। যদি কোনও ব্যক্তির রোজগার ৫ লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে
জরিমানা ১০০০ টাকার মধ্যে হবে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News