সাত সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯ ইঞ্জিন

শুক্রবার সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। দমকলের নয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই টাওয়ারে ২০১৭ সালেও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সাত সকালে মুম্বইয়ে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়।

শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের সাত তলার একটি বানিজ্যিক ভবনে বলে জানা গিয়েছে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডেই আগুন লাগে বলে জানা যায়।

Latest Videos

পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এটিকে গ্রেড ২ ফায়ার বলে শ্রেনীবদ্ধ করা হয়েছে দমকলের পক্ষ থেকে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৭ সালেও আগুন লেগেছিল এই টাওয়ারে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর, রাত ১২.৩০ টার দিকে, প্রথমে 1Above-এ আগুন লাগে এবং তারপর এটি কামালা মিলস কম্পাউন্ডের ভিতরে মোজো’স বিস্ট্রো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়। এই ঘটনায় মালিক সহ-১৪ জনকে গ্রেফতার করা হয় ।

পরে ২০২০ সালের ১০ নভেম্বর মুম্বাই সেশন কোর্ট কামালা মিলস কম্পাউন্ডের মালিক রমেশ গোয়ানি এবং রবি ভান্ডারিকে ২০১৭ সালের অগ্নিকাণ্ডের মামলায় মুক্তি দেয় আদালত।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী