সাত সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯ ইঞ্জিন

শুক্রবার সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। দমকলের নয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই টাওয়ারে ২০১৭ সালেও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সাত সকালে মুম্বইয়ে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়।

শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের সাত তলার একটি বানিজ্যিক ভবনে বলে জানা গিয়েছে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডেই আগুন লাগে বলে জানা যায়।

Latest Videos

পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এটিকে গ্রেড ২ ফায়ার বলে শ্রেনীবদ্ধ করা হয়েছে দমকলের পক্ষ থেকে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৭ সালেও আগুন লেগেছিল এই টাওয়ারে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর, রাত ১২.৩০ টার দিকে, প্রথমে 1Above-এ আগুন লাগে এবং তারপর এটি কামালা মিলস কম্পাউন্ডের ভিতরে মোজো’স বিস্ট্রো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়। এই ঘটনায় মালিক সহ-১৪ জনকে গ্রেফতার করা হয় ।

পরে ২০২০ সালের ১০ নভেম্বর মুম্বাই সেশন কোর্ট কামালা মিলস কম্পাউন্ডের মালিক রমেশ গোয়ানি এবং রবি ভান্ডারিকে ২০১৭ সালের অগ্নিকাণ্ডের মামলায় মুক্তি দেয় আদালত।

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral