মোদী পদবী মন্তব্যের জের, এবার মানহানি মামলায় বিহারের আদালতে হাজিরার সমন রাহুল গান্ধীকে

মোদী পদবী ইস্যুতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা। বিহারের আদালতে ১২ এপ্রিল হাজিরের নির্দেশ কংগ্রেস নেতাকে।

 

Web Desk - ANB | Published : Mar 30, 2023 4:23 PM IST

 

'মোদী পদবী' ইস্যুতে এবার রাহুল গান্ধীকে হাজিরা দিতে হবে পাটনার বিশেষ সাংসদ বা বিধায়ক কোর্টে। আগামী ১২ এপ্রিল তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১২ এপ্রিল হাজিরা দেওয়ার সমন জারি করা হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে আগাই মানহানির মামলা দায়ের করেছিলেন বিহারের বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী।

Latest Videos

২০১৯ সালের মামলা

গত লোকসভা নির্বাচনের সময়ই রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী পদবী নিয়ে তাঁর করা বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের করেছিলেন। বিহারের বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী অভিযোগ দায়ের করে। সেই মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন কংগ্রেস নেতা। ২০১৯ সালের ৬ জুলাই অর্থাৎ লোকসভা নির্বাচনের পরেই তিনি সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন। সেই সময়ই তাঁকে জামিন দেওয়া হয়। ইতিমধ্যেই আদালতে সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছিল। আগামী শুনানিতে তাঁর জবানবন্দি নেওয়ার জন্যই তাঁকে তলব করা হয়েছে বলেও আদালত সূত্রের খবর।

রাহুল গান্ধীর মন্তব্য

২০১৯ সালের কর্ণাটকের কোলারে রাহুল গান্ধী নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ললিত মোদী, নীরব মোদী ইস্যুতে আক্রমণ করেছিলেন। সেই সময়ই তিনি বলেন, 'সব চোরেদেরই কেন মোদী পদবী হয়'। তারপর থেকেই রাহুল গান্ধীর বিরুদ্ধ সরব হয় বিজেপি। তবে এই একই মামলায় সুরাট আদালতের রায়ে ইতিমধ্যেই সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর।

সুরাটের আদালতে রায়ঃ

চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯ সালের দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনও মঞ্জুর করেছেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁকে উচ্চ আদালতে যাওয়া অনুমতি দিয়েছেন।

সাংসদ পদ খারিজ

শুক্রবার লোকসভা সচবিচালয় জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য সাংসদ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়াইনাডের সাংসদ হিসেবে তাঁক অযোগ্যতা ২৩ মার্চ ২০২৩ সাল থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ তিনি এখন আর সাংসদ নন। তাঁর দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকে তা কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সুরাটেরর আদালত বৃহস্পতিবার মানহানির মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। মোদী পদবী নিয়ে তাঁর মন্তব্যের অভিযোগে গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর