সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নেবে রাফাল যুদ্ধ বিমান, জানিয়েছে বিমান বাহিনী

Published : Jan 18, 2021, 08:24 PM IST
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নেবে রাফাল যুদ্ধ বিমান, জানিয়েছে বিমান বাহিনী

সংক্ষিপ্ত

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাফাল  জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী  থাকছে আর একাধিক যুদ্ধ বিমান  কিছু নতুন জিনিস দেখা যাবে কুচকাওয়াজে   

প্রথমবার সাধারণতন্ত্র দিবসের দিনে ভারতের আকাশ উড়বে রাফাল যুদ্ধ বিমান। ২৬ জানুয়ারির কুচকাওয়াজে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভূক্ত হওয়া দুটি রাফাল অংশ নেবে বলে। কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠান ভারতীয়  বিমান বাহিনীর যুদ্ধ বিমান ভার্টিক্যাল চার্লি গঠন করবে। তাতেই দেখা যাবে রাফাল যুদ্ধ বিমানকে। কিছু নতুন ফর্মেশনও চলতি বছর দেখা যাবে। 

আইএএফএর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ১৫ ফাইটার জেট, পাঁচটি ট্রান্সপোর্ট ও একটি ভিনজেট বিমান সহ মোট ৪২টি বিমান দেখা যাবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। তিনি জানিয়েছেন দুটি রাফাল যুদ্ধ বিমান কুচকাওয়াজে অংশ নেবে। সেনা বাহিনীর হেলিকপ্টারও  থাকবে কুচকাওজের অংশ হিসেবে। 

আটারি সীমান্তে যৌথ কুচকাওয়াজ হবে না, সাধারণতন্ত্র দিবসের প্রথাগত অনুষ্ঠানে বাধা

কীভাবে তাঁরা প্রেমে পড়েছিলেন, উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই তা ফাঁস করলেন কমলা হ্যারিসের স্বা...

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কুচকাওয়াজ চলাকালীন রুদ্র,সুদর্শন, রক্ষক একলব্য  ব্রহ্মাস্ত্র -এই রূপগুলি দেখা যাবে। একটি ডাকোটা ও দুটি মিগ -১৭ রুদ্র গঠন করবে। সুদর্শন গঠন করবে দুটি চিনুক ও দুটি মিগ ১৭। রক্ষক গঠন করবে একটি মিগ ৩৫, চারটি অ্যাপাচি হেলিকপ্টার। গরুড় গঠন করবে একটি সি ১৭, দুটি মিগ ২৯ ও দুটি এস ৩০। 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?