শাহিনবাগ, দেশপ্রেম নয়, পাঁচ অস্ত্রেই দিল্লিতে বিজেপি-কে ধরাশায়ী করলেন কেজরিওয়াল

  • দিল্লিতে বিপুল জয়ের পথে আপ
  • নির্বাচনের প্রচারে শাহিনবাগ আন্দোলন ছিল বিজেপি-র সবথেকে বড় ইস্যু
  • সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার
  • জবাবে সরকারের জনমুখী প্রকল্পের উপর জোর দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল
     

debamoy ghosh | Published : Feb 11, 2020 5:05 AM IST

গোটা দিল্লি নির্বাচনের প্রচারে শাহিনবাগ আন্দোলনকে আক্রমণ, কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করে জাতীয়তাবাদের ধোঁয়া তুলতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথরা। কিন্তু ইভিএম খুলতেই দেখা গেল দেশাত্মবোধের আবেগ খুঁচিয়ে তোলার রাজনীতিকে টেক্কা দিয়েছে জনমুখী প্রকল্প। বিনা পয়সার বিদ্যুৎ, জল থেকে শুরু করে মহিলাদেরনিখরচায় বাস, মেট্রোয় চড়ার ব্যবস্থা করে বিজেপি-কে ধরাশায়ী করে দিলে অরবিন্দ কেজরিওয়াল-এর সরকার। সরকারি কোষাগারে চাপ বাড়িয়ে শুধু বিনা পয়সার পরিষেবা নয়, নাগরিক পরিষেবা দিয়েও দিল্লিবাসীর মন জিতে নিয়েছিলেন আপ প্রধান। এক নজরে দেখে নেওয়া যাক, কোন পাঁচটি মোক্ষম অস্ত্রে বিজেপি-কে ধরাশায়ী করলেন অরবিন্দ কেজরিওয়াল-

Share this article
click me!