ফের মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে, নর্মদার জলে সলিলসমাধি একই পরিবারের ৫ জনের

Published : Nov 15, 2022, 06:57 PM IST
Drowned Death

সংক্ষিপ্ত

একজন মহিলাকে বাঁচাতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনা। কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামে ঘটে এই ঘটনা। সোমবার রাতেই নর্মদার জলে ভেসে যান ওই মহিলা-সহ পাঁচজন।

মোরবীর পরে ফের দুর্ঘটনা গুজরাটে। এবার কচ্ছ জেলায় নর্মদার খালে সলিল সমাধি একই পরিবারের পাঁচ জনের। জানা যাচ্ছে একজন মহিলাকে বাঁচাতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনা। কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামে ঘটে এই ঘটনা। সোমবার রাতেই নর্মদার জলে ভেসে যান ওই মহিলা-সহ পাঁচজন। সকলেই মৃত্যু হয়। পশ্চিম কচ্ছ থানার এসপি সৌরভ সিংহ জানিয়েছেন। নর্মদার খাল থেকে জল তুলতে গিয়ে পা পিছলে খালে পড়ে যান এক মহিলা। তাঁকে বাঁচাতে গিয়েই খালের জলে ঝাপিয়ে পড়েন ওই পাঁচজন। বহু চেষ্টা করেও টেনে তুলে আনা জায়নি ওই মহিলাকে। বরং জলের তোড়ে ভেসে গিয়েছিলেন ওই পাঁচজনও।

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। নর্মদার খাল থেকেই ওই পরিবারের পাঁচজনের দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে নর্মদার খালের সিড়ি বরাবর পিছল থাকার দরুণই এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ দ্রুত সংস্কার প্রয়োজন এই খালের। সাঁতার জানলেও এই খালে নামতে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। অভিযোগ অতীতে বহুবার অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি।

কিছুদিন আগেই প্রায় ৫০০ জন পর্যটক-সহ গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। ঘটনায় সলিল সমাধি কমপক্ষে ৯০ জনের। নিখোঁজ শতাধিক। ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। উল্লেখ্য,মেরামতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের মাত্র তিনদিনের মাথায়ই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন - 

'পুরসভার গাফিলতিতে ১৩৫ জনের প্রাণহানি,' মোরবী ব্রিজ বিপর্যয়কাণ্ডে আদালতের তোপের মুখে গুজরাট

কোথায় থামব আমরা? ২০৫০ সাল পর্যন্ত ক্রমাগত বাড়বে ভারতের জনসংখ্যা-বিশেষ রিপোর্ট

বড় নাশকতার হাত থেকে রক্ষা, আইইডি টাইমার-ডেটোনেটর বোমা সহ পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ জম্মুতে

PREV
click me!

Recommended Stories

কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?