বাংলার পথেই এবার দিল্লি, ৫ টাকাতে এবার ভরপেট খাবার খাওয়াচ্ছে বিজেপি সরকার

Published : Dec 25, 2025, 08:12 PM IST

বাংলার পথেই চলতে শুরু করেছে দেশের জাতীয় রাজধানী দিল্লি। এবার থেকে দিল্লিতেও মাত্র ৫ টাকার বদলে পাওয়া যাবে ভরপেট খাবার। বড়দিনের দিন তেমনই বড় প্রকল্প চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। 

PREV
15
বাংলার পথেই দিল্লি

বাংলার পথেই চলতে শুরু করেছে দেশের জাতীয় রাজধানী দিল্লি। এবার থেকে দিল্লিতেও মাত্র ৫ টাকার বদলে পাওয়া যাবে ভরপেট খাবার। বড়দিনের দিন তেমনই বড় প্রকল্প চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

25
৫ টাকাতেই ভরপোট খাবার

দিল্লিতে যে প্রকল্প শুরু হয়েছে তাতে ভাত, ডাল, রুটি, সবজি ও আচার দেওয়া হবে। মাত্র ৫ টাকাতেই। দিলে ৫০০ জনকে খাবার পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছে রেখা গুপ্ত। প্রথম দিনে তিনি খাবার পরিবেশন করেন। দিল্লিতে ৪৫টি জায়গা এই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে।

35
প্রকল্পের নাম

এই প্রকল্পের নাম অটল ক্যান্টিন। রেখা গুপ্তা বলেন, ১০০টি অটল ক্যান্টিনে গরিব, শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারকে দুইবেলা দুই মুঠো পেট ভরে খেতে দেওয়ার ব্যবস্থা করতেই এই ক্যান্টিন চালু করা হয়েছে। তিনি জানান আগামী দিনে অটল ক্যান্টিন দিল্লির আত্মা হয়ে উঠবে।

45
এগিয়ে বাংলা

যদিও এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা। কারণ বাংলাতে আগেই এই জাতীয় প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক স্থানে চলে মা ক্যান্টিন। কিন্তু সেখানে ভাত ডাল, তরকারি আর ডিম পাওয়া যায়। কোথাও কোথাও সোয়াবিনও দেওয়া হয়। করোনাকালেই এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

55
ডিমের জন্য টাকা

রাজ্যে মা ক্যান্টিনে খাবার খেতে গেলে কোনও টাকা দিতে হয় না। শুধুমাত্র যারা ডিম খান তাদেরই ৫ টাকা করে দিতে হয়। সেই অর্থে বাংলায় এই প্রকল্পের প্রায় নিখরচায় খান। কিন্তু দিল্লিতে নিরামিশ খাবারের জন্যও গুণতে হচ্ছে ৫ টাকা করে।

Read more Photos on
click me!

Recommended Stories