মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী বলেন, অনেক মহিলা নিজের কাজের সুবিধার জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন। ফলে প্রায়শই শিশুরা বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করে। এর ফলে ছোটদের চোখের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, এ নির্দেশ তাহলে মহিলাদের জন্যই কেন, কেনই বা তারা বাড়ির বাইরে মোবাইল নিয়ে যেতে পারবে না, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন না, তার ব্যাখ্যা দেয়নি পঞ্চায়েত। বর্তমানে যখন সারা দুনিয়া মোবাইলের ওপর নির্ভরশীল, তখন কেন মহিলাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।