তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ হল ক্যামেরাযুক্ত মোবাইল ফোন, ব্যবহার করা যাবে না ইন্টারনেট

Published : Dec 25, 2025, 11:41 AM IST

প্রজাতন্ত্র দিবস থেকে রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে নির্দেশে তরুণী ও বিবাহিত মহিলাদের জন্য ক্যামেরাযুক্ত ও ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র মহিলাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

PREV
15

মোদী সরকার ক্ষমতায় আসার পর বিশেষ জোড় দিয়েছে ডিজিটাইজেশনের ওপর। ভারত সরকার এখন ব্যস্ত ডিজিটাল ইন্ডিয়া-র প্রমোশনে। নরেন্দ্র মোদীর সরকার স্বপ্ন দেশছে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার। সেখানে ভারতেই এক রাজ্যের ১৫টি জেলায় লাগু করা হচ্ছে এক আশ্চর্য নিয়ম। যা একেবারেই মহিলাদের জন্য।

25

প্রজাতন্ত্র দিবস থেকে রাজস্থানের জালোর জেলায় ১৫টি গ্রামে তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ করা হল ক্যামেরাযুক্ত মোবাইল ফোন। ইন্টারনেট কানেকশনযুক্ত ফোনই ব্যবহার করতে পারবেন না তাঁরা।

35

সামাজিক অনুষ্ঠান এমনকী ঘরের বাইরে গেলেও নিয়ে যাওয়া যাবে না ফোন। রবিবার গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের একটি সভায় এই নির্দেশ দেন বেশ কয়েকটি মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী। পাশাপাশি এও বলা হয়েছে যে, স্কুলে পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করলেও তা শুধু ঘরে করা যাবে।

45

আর বাড়ির বউরা ঘরের চার দেওয়ালের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন। তবে, তা হতে হবে কি প্যাডযুক্ত ইন্টারনেট কানেকশন ছাড়া ফোন। কোনও ক্যামেরা থাকলে চলবে না। বিয়ে বাড়ি বা সামাজিক অনুষ্ঠানে ফোন নিয়ে যেতে পারবেন না।

55

মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী বলেন, অনেক মহিলা নিজের কাজের সুবিধার জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন। ফলে প্রায়শই শিশুরা বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করে। এর ফলে ছোটদের চোখের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, এ নির্দেশ তাহলে মহিলাদের জন্যই কেন, কেনই বা তারা বাড়ির বাইরে মোবাইল নিয়ে যেতে পারবে না, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন না, তার ব্যাখ্যা দেয়নি পঞ্চায়েত। বর্তমানে যখন সারা দুনিয়া মোবাইলের ওপর নির্ভরশীল, তখন কেন মহিলাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Read more Photos on
click me!

Recommended Stories