মাথা ব্যথা, জ্বর হলেই খাচ্ছেন মুঠো-মুঠো প্যারাসিটামল। কিংবা গ্যাসের সমস্যায় খেয়ে নিচ্ছেন প্যান ডি! জানেন এই ওষুধ খেয়ে নিজের অজান্তে কোন কোন বিপদ ডেকে আনছেন? কারণ, গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি প্যারাসিটামল, প্যান ডি সহ একাধিক ওষুধ। ফলে রোগ সারার পরিবর্তে বাড়ছে বিপদ। ফলে প্রতিদিন যেসমস্ত ওষুধ খান সেসমস্ত পরীক্ষায় উর্ত্তীর্ণ নয়।