২৪ অগাস্ট রাতে ইউক্রেনের উপর আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের প্রস্তাব এনে রাষ্ট্রপুঞ্জের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আলোচনা হয়। এই অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা রাখে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকে দুই রাষ্ট্রের প্রতিনিধির কাছে ভারতের তরফে হিংসা ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন করা হয়।
রাষ্ট্রপুঞ্জে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভারত। এর আগে একাধিকবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা এবং মানবাধিকার পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তারে ভোটদানে বিরত থাকলেও এবার রাষ্ট্রপুঞ্জে মস্কোর বিরুদ্ধে ভোট দিল নয়াদিল্লি। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব সমর্থন করল ভারত।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। এরপর থেকেই রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও সহযোগী রাষ্ট্রগুলির পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের বৈঠকে একের পর এক প্রস্তাব আনতে থাকে। তবে সেই সময় ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। উপরোন্তু ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছিলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। অবিলম্বে হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি। তবে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সংহতিকে সম্মান করাই ভারতের নীতি।
আরও পড়ুন - আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ আর নয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা হচ্ছে রাশিয়া
২৪ অগাস্ট রাতে ইউক্রেনের উপর আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের প্রস্তাব এনে রাষ্ট্রপুঞ্জের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আলোচনা হয়। এই অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা রাখে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকে দুই রাষ্ট্রের প্রতিনিধির কাছে ভারতের তরফে হিংসা ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন করা হয়।
গত ছ’মাসে আগেরও ইউক্রেনে রুশ হামলার বিরোধীতায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা এবং মানবাধিকার পরিষদে আনা প্রস্তাবগুলিতে ভোটাদান থেকে বিরতই থেকেছে ভারত। তবে সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে এই প্রস্তাব সমর্থন করে ভারত।
আরও পড়ুন - পুতিনকে ফোন করলেন মোদী, আরও একবার যুদ্ধ থামানোর আবেদন জানালেন