প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী! মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭২ বছর

প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী! শোকের ছায়া বিজেপির অন্দরে

Anulekha Kar | Published : May 14, 2024 7:06 AM IST / Updated: May 14 2024, 12:39 PM IST

প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের আক্রান্ত ছিলেন তিনি। সোমবার ৭২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমেও অনেকে শ্রদ্ধা জানিয়েছে।

তাঁর মৃত্যুতে বিহারের বিজেপির তরফেও শ্রদ্ধা জানান হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেম বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সুশীল কুমার মোদীর মৃত্যুতে শক জ্ঞাপন করে তিনি লিখেছেন, " বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শ্রী সুশীল কুমার মোদীর মৃত্যুতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বিহার বিজেপির জন্য অপূরণীয় ক্ষতি।"

Latest Videos

গত ৬ মাস ধরে দূরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই খবর নিজেই সামাজিক মাধ্যমে সবাইকে জানান তিনি। সুশীল বাবু লেখেন," গত ছ'মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। সবাইকে বিষয়টি জানালাম।" দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর বলে জানা গিয়েছে।

 

 

বিহারের রাজধানী পাটনায় ১৯৫২ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন সুশীল কুমার মোদী। তাঁর স্ত্রী জেসি সুশীল মোদি পেশায় একজন অধ্যাপিকা। এ ছাড়াও দুই সন্তান রয়েছে তাঁর। বিহারের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে ২০২০ পর্যন্ত বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন তিনি। এরপর রাজ্যসভার সাংসদ হিসাবও নির্বাচিত হন সুশীল কুমার মোদী। তাঁর হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিজেপির অন্দরে।

 

Share this article
click me!

Latest Videos

শিলিগুড়িতে বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্থা বাংলাপক্ষর, তীব্র প্রতিক্রিয়া দিলীপ-শমীকের
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest