ভোট কেন্দ্রে এমএলএ-কে কষিয়ে চড়, বেধরক মারধর! কেন ঘটল এই ঘটনা? ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Published : May 14, 2024, 11:42 AM ISTUpdated : May 14, 2024, 11:48 AM IST
Andhra Pradesh

সংক্ষিপ্ত

ভোটার সারিতে না দাঁড়াতে চাইলে বিপত্তি! মার খেতে হল এমএলএ কে পরের ঘটনা জানলে আঁতকে উঠবেন

ভোটার সারিতে না দাঁড়াতে চাইলে বিপত্তি! মার খেতে হল এমএলএ কে। তাঁকে কোষে থাপ্পড় মারলেন এক আইনপ্রণেতা। এখানেই থেমে যায়নি ঘটনা, চড় খেয়ে আইনপ্রণেতাকেও উলটে থাপ্পড় মারেন ওই ভোটার। এই ঘটনার জেরেই শুরু হয় তুমুল অশান্তি। ভোটারের দিকে ধেয়ে আসেন দলীয় কর্মীরা। হামলে পড়েন তাঁর উপর। তুমুর মারধর করা হয় তাঁকে।

প্রথমে ভোটারের সারিতে দাঁড়িতে চাইনি ওই ভোটার। সরাসরি ভোট দিতে গিয়েছিলেন তিনি। ব্যাস এর থেকেই ঘটনার সূত্রপাত। তবে অশান্তি সামাল দিতে নামেনি কোনও নিরাপত্তা রক্ষীই। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটি ভোটকেন্দ্রে। ভিআইপি হিসেবে ভোটের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে ঢুকতে গিয়েই নাজেহাল হতে হল অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধানসভার এমএলএ শিবাকুমারকে।

 

 

শিবাকুমারের উপরে এই হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট পাড়ায়। ভিডিওটি ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই আইনপ্রণেতাকে। কখনই কোনও ভোটারের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় বলেই জানিয়েছেন নেটিজেনরা। হাতাহাতির সময় কোনও নিরাপত্তা রক্ষীকেই সামনে আসতে দেখা যায়নি এই ভাইরাল হওয়া ভিডিওতে। তবে হাতাহাতি শুরু হওয়ার আগে ঠিক কীহয়েছিল তা দেখা যায়নি ওই ভিডিওয়ে। এই ঘটনার তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। ভোট দিতে এসে এমএলএ-র এইভাবে অপদস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত