Kedar Jadhav joins BJP: ২০২৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কেদার যাদব (Kedar Jadhav) বর্তমানে মুম্বাইয়ে মহারাষ্ট্রের মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ান্কুলের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিয়েছেন।
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার রাজনীতিতে যোগ দিলেন কেদার যাদব
Kedar Jadhav joined BJP: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব বুধবার মুম্বইয়ে মহারাষ্ট্রের মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ান্কুলের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করলেন। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলা কেদার ২০২৪ সালের জুনে ৩৯ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। এবার তিনি জীবনে একটি নতুন যাত্রা শুরু করলেন।
24
বেশ কয়েকজন ক্রিকেটার রাজনীতিতে যোগ দিয়েছেন, এবার এই তালিকায় যোগ দিলেন কেদার যাদব
বিজেপি-তে যোগ দেওয়ার পর কেদার যাদব বলেছেন, ‘আমি ছত্রপতি শিবাজিকে প্রণাম জানাই। (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদী এবং (মহারাষ্ট্রের) মুখ্যমন্ত্রী (দেবেন্দ্র) ফড়নবিসের নেতৃত্বে বিজেপি উন্নয়নের রাজনীতি করছে। এর মাধ্যমে, বাওয়ান্কুলের নেতৃত্বে আমি বিজেপিতে যোগদান করছি।’ এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দলে যোগদানের পরে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি বাওয়ান্কুলে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'এটি আমাদের জন্য আনন্দের দিন। জীবনের সকল ক্ষেত্রে তিনি একটি প্রভাব ফেলেছেন। আমি তাঁকে স্বাগত জানাই। তিনি ছাড়াও হিঙ্গোলি এবং নান্দেদ থেকে অনেকে আমাদের দলে যোগ দিয়েছেন।'
34
ভারতীয় দলের হয়ে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন কেদার যাদব
২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচের মাধ্যমে ভারতের হয়ে অভিষেক হয় কেদার যাদবের। ২০১৫ সালে তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়। ভারতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই। তার ৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে কেদার ৭৩টি ওডিআই ম্যাচে ১,৩৮৯ রান করেছেন এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১২২ রান করেছেন। তাঁর অসাধারণ বোলিং অ্যাকশনের জন্য মাঝে মাঝে বল করতেন। ৪২টি ওডিআই ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন। ভারতীয় দলের হয়ে ২০১৮ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন কেদার। তিনি ২০১৯ একদিনের বিশ্বকাপ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে রানার্স হওয়া ভারতীয় দলের সদস্যও ছিলেন।