ATM- এর লেনদেনে নয়া এই শর্ত না মানলেই দিতে হবে মোটা অঙ্কের চার্জ! গ্রাহক হলে অবশ্যই জানুন

Published : Apr 09, 2025, 07:06 PM ISTUpdated : Apr 09, 2025, 08:38 PM IST

এটিএম ব্যবহারের নিয়মাবলী অনেকেরই অজানা। এই সুযোগে অতিরিক্ত চার্জ কেটে গ্রাহকদের থেকে ২ হাজার কোটির বেশি আয় করেছে ব্যাঙ্ক। জেনে নিন এটিএম ব্যবহারের সঠিক নিয়ম।

PREV
112

দেশের শুধু প্রথম সারির নয় ভারতীয়দের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাঙ্কগুলোর মধ্যে একটি হল সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

212

ঠিক এই কারণে অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলোর থেকে এই ব্যাঙ্ক-এর গ্রাহক সংখ্যাও সবচেয়ে বেশি। আর আপনি যদি এই ব্যাঙ্ক-এর গ্রাহক হন তবে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত।

412

তবে কয়েক লক্ষ গ্রাহকের এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় ব্যাঙ্ক কয়েক কোটি টাকা আয় বা লাভ করেছে।

512

এটিএম ব্যবহার সংক্রান্ত এই বিষয়গুলি তাই এসবিআই গ্রাহকদের অবশ্যই জেনে রাখা উচিত।

612

সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা নিজস্ব এটিএম থেকে প্রতি মাসে ৫ বার এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ১০ বার বিনামূল্যে টাকা তুলতে পারবে।

712

এরপর যেসব গ্রাহকের অ্যাকাউন্টে ২৫ থেকে ৫০ হাজার মেইনটেনেন্স ব্যালেন্স থাকবে সেই গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ১০+৫(অতিরিক্ত)টাকা তোলার সুযোগ পাবেন।

812

এরপর যেসব গ্রাহকের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা মেইনটেনেন্স ব্যালেন্স থাকবে সেই গ্রাহকরা এটিএম থেকে আনলিমিটেড টাকা তোলার সুযোগ পাবেন।

912

এটিএম থেকে টাকা তোলার লিমিট শেষ হয়ে গেলে প্রতিবার এটিএম থেকে লেনদেনের সময় নিজস্ব এটিএম-এর ক্ষেত্রে ১৫ টাকা ও জিএসটি চার্জ দিতে হবে।

1012

আর এসবিআই ছাড়া অন্য যে কোনও এটিএম থেকে লেনদেনের সময় ২১ টাকা ও জিএসটি চার্জগ্রাহকদের দিতে হবে।

1112

এই বিষয়ে গ্রাহকদের সঠিক ধারনা না থাকায় অতিরিক্ত টাকা তোলার চার্জ হিসেবে এসবিআই ২ হাজার ৪৩ কোটি টাকা আয় করেছে কয়েক বছরে।

1212

তাই পুরো বিষয়টি ভালো করে পড়ে জানুন ও পরিবারের অন্যদেরও জানান, যাতে আপনার টাকা অযথা নষ্ট না হয়।

click me!

Recommended Stories