ধর্ষণের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড, ১১ লক্ষ টাকা জরিমানা

Published : Aug 02, 2025, 05:30 PM ISTUpdated : Aug 02, 2025, 05:48 PM IST
Prajwal revanna

সংক্ষিপ্ত

Prajwal Revanna sentenced: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (H. D. Deve Gowda) নাতি প্রজ্জ্বল রেবান্নার যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হল। শুক্রবারই ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন প্রজ্জ্বল। শনিবার সাজা ঘোষণা করল আদালত।

DID YOU KNOW ?
প্রজ্জ্বল রেবান্নার সাজা
প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ধর্ষণের মামলায় প্রজ্জ্বল রেবান্নার কঠোর সাজা ঘোষণা করল আদালত।

Prajwal Revanna life imprisonment: ধর্ষণের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার (H. D. Deve Gowda) নাতি প্রজ্জ্বল রেবান্নার (Prajwal Revanna) যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment)  এবং ১১ লক্ষ টাকা জরিমানা (Fine) করল আদালত। এই জরিমানার অর্থ ধর্ষিতাকে দেওয়া হবে। প্রজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর ১৪ মাসের মধ্যে রায় দিল আদালত। দ্রুতগতিতে শুনানি, সাক্ষীদের বয়ান নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্জ্বলের বিরুদ্ধে মাইসুরুর (Mysuru) কে আর নগরের (KR Nagar) বাসিন্দা এক পরিচারিকাকে দু'বার ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কর্ণাটক পুলিশের (Karnataka Police) সাইবার অপরাধ (Cyber Crime) এবং সিআইডি (Criminal Investigation Department) এই অভিযোগের তদন্ত করেছে। তারপর আদালতে শুনানি হয় এবং শেষপর্যন্ত রায় দেওয়া হল।

প্রজ্জ্বলের অশ্লীল ভিডিও ভাইরাল

২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha polls 2024) কর্ণাটকের হাসান কেন্দ্রে (Hassan) প্রার্থী ছিলেন প্রজ্জ্বল। নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসে। একটি পেন ড্রাইভ থেকেই অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। প্রজ্জ্বল দাবি করেন, অশ্লীল ভিডিও তাঁর নয়। তিনি জাল ভিডিও তৈরি করার অভিযোগও দায়ের করেন। কিন্তু এরপর প্রজ্জ্বলের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এই মামলার শুনানি শুরু হয়। আদালতে সাক্ষীদের বয়ান নেওয়া হয়েছে। অশ্লীল ভিডিও খতিয়ে দেখে রিপোর্ট দেয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (Forensic Science Laboratory)। অপরাধস্থল খতিয়ে দেখেও রিপোর্ট দেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিচার প্রক্রিয়ায় এই দুই রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিচারিকাকে ধর্ষণ প্রজ্জ্বলের

২০২১ সালে করোনাভাইরাস লকডাউন (COVID lockdown) চলাকালীন প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল ৪৮ বছর বয়সি এক পরিচারিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। হাসান জেলার হোলেনারাসিপুরা গ্রামীণ থানায় (Holenarasipura Rural Police Station) অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এই মামলাতেই শনিবার সাজা পেলেন প্রজ্জ্বল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
প্রজ্জ্বল রেবান্নার ১১ লক্ষ টাকা জরিমানা
পরিচারিকাকে ধর্ষণের মামলায় প্রজ্জ্বল রেবান্নার যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ লক্ষ টাকা জরিমানা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল