পরিচারিকাকে ধর্ষণের মামলা, দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি

Published : Aug 01, 2025, 02:33 PM ISTUpdated : Aug 01, 2025, 03:08 PM IST
Prajwal Revanna

সংক্ষিপ্ত

Prajwal Revanna: দাদু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাবা প্রভাবশালী রাজনীতিবিদ। এই কারণে হয়তো প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রাবন্না ভেবেছিলেন ঘৃণ্য অপরাধ করলেও কেউ তাঁর টিকি ছুঁতে পারবে না। কিন্তু আইনের হাত থেকে তিনি রেহাই পেলেন না।

DID YOU KNOW ?
প্রাক্তন সাংসদের সাজা
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রাবন্নার সাজা ঘোষণা করতে চলেছে আদালত।

Prajwal Revanna Convicted: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার (H. D. Deve Gowda) নাতি প্রজ্জ্বল রাবন্নাল  (Prajwal Revanna)। শুক্রবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এই রায় দিয়েছে। শনিবার সাজা ঘোষণা করবে আদালত। ২০২১ সালে করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন (COVID lockdown period) কর্ণাটকের (Karnataka) হাসান জেলার (Hassan District) বাসবনাগুড়িতে প্রথমে নিজেদের  খামারবাড়িতে, তারপর বাড়িতে ৪৮ বছর বয়সি এক পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রজ্জ্বলের বিরুদ্ধে। শুধু ধর্ষণ করাই নয়, মোবাইল ফোনে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে ওই মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। হাসান জেলার হোলেনারাসিপুরা গ্রামীণ থানায় (Holenarasipura Rural Police Station) অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনাতেই দোষী সাব্যস্ত হলেন প্রজ্জ্বল।

প্রাক্তন সাংসদের কী সাজা হবে?

জনতা দল (সেকুলার)-এর (Janata Dal (Secular)) প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ৩৭৬ (২) (কে) ধারায় ক্ষমতা বা নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে কোনও মহিলাকে ধর্ষণ, ৩৭৬ (২) (এন) ধারায় কোনও মহিলাকে একাধিকবার ধর্ষণ, ৩৫৪ এ ধারায় যৌন হেনস্থা, ৩৫৪ বি ধারায় কোনও মহিলাকে বিবস্ত্র করা, ৩৫৪ সি ধারায় যৌন নিপীড়ন, ৫০৬ ধারায় অপরাধমূলক কারণে কাউকে হুমকি দেওয়া এবং ২০১ ধারায় প্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়া তথ্য-প্রযুক্তি আইনের (Information Technology Act) ৬৬ ই ধারায় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগেও মামলা দায়ের করা হয়। সব অভিযোগই প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত হলেন প্রজ্জ্বল।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায়

বিশেষ সরকারি আইনজীবী অশোক নায়ক জানিয়েছেন, ‘চলতি বছরের ২ মে এই মামলার সাক্ষীদের জেরা শুরু হয়। শুনানি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে ৩৮ বার স্থগিতাদেশ দেওয়া হয় বা শুনানির নতুন তারিখ ঠিক করা হয়। ২৬ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়। প্রমাণ হিসেবে ১৮০টি নথি পেশ করা হয়। সাক্ষীদের পাল্টা জেরাও করা হয়।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৬
২৬ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে মামলার রায় দিল আদালত
প্রজ্জ্বল রাবন্নার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ২৬ জন ব্যক্তি।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়