নাম জড়িয়ে ছিলো কমনওয়েলথ গেমস দুর্নীতিতে, প্রয়াত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি

Published : Jan 06, 2026, 10:33 AM IST

Former Union minister Suresh Kalmadi Death News: না ফেরার দেশে কংগ্রেসের বর্ষীয়াণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাডি। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাডি

বছরের শুরুতেই না ফেরার দেশে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি। কংগ্রেসের এই শীর্ষ নেতার মৃত্যুতে শোকের ছায়া জাতীয় রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার সকালে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই হাসপাতালেই বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন তিনি। 

25
কে এই সুরেশ কালমাডি?

কেন্দ্রীয় রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-এর প্রাক্তন সভাপতিও ছিলেন। পুণের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কালমাডি একাধিকবার লোকসভায় প্রতিনিধিত্ব করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং বহু বছর ধরে জাতীয় স্তরে ক্রীড়া প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন।

35
কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগ

সূত্রের খবর, ২০১০ সালে দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল প্রয়াত নেতার বিরুদ্ধে। তার জন্য গ্রেফতাও হন কালমাডি। রেলের প্রতিমন্ত্রী থাকলেও ভারতীয় ক্রীড়াদুনিয়াতেই কালমাডির পরিচিতি বেশি ছিল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। সেখান থেকেই কমনওয়েলথ গেমস দুর্নীতির সঙ্গে কালমাডির নাম জড়িয়ে যায়। ২০১১ সালে কালমাডি গ্রেফতার হন। দল থেকে কালমাডিকে বহিষ্কার করে কংগ্রেস।

45
কবে কালমাডির শেষকৃত্যের কাজ?

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন কালমাডি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার বিকেলেই কালমাডির শেষকৃত্য সম্পন্ন হবে পুণের বৈকুণ্ঠ শ্মশানে। স্ত্রী, পুত্র-পুত্রবধূ, কন্যা-জামাই, নাতি-নাতনি রয়েছেন প্রয়াত কালমাডির পরিবারে। এছাড়াও কংগ্রেস মহলেও তার জনপ্রিয়তা রয়েছে প্রচুর। 

55
চলে গেলেন কালমাডি
Read more Photos on
click me!

Recommended Stories