মিজোরামের ভয়াবহ ধস, পাথর খাদান থেকে উদ্ধার বাংলার তিন শ্রমিকের নিথর দেহ

Published : Nov 15, 2022, 11:26 PM IST
Dead body

সংক্ষিপ্ত

পুলিশি তৎপরতায় মিজোরামের ভয়াবহ ধ্বসের পর পাথর খাদান থেকে উদ্ধার ৮ মৃতদেহ, মৃত্যু হয়েছে তেহট্টের তিন বঙ্গ - শ্রমিকেরও

মিজোরামের হান্থিয়াল জেলার পাথরখনিতে ধ্বস নেমে খনির নিচে আটকা পড়েছিল বিহারের এক ডজনেরও বেশি শ্রমিক । সূত্রের খবর হান্থিয়াল জেলার এক বেসরকারি সংস্থা মারফত ওই শ্রমিকরা চুক্তিভিত্তিক কাজের জন্য গিয়েছিলো ওখানে। ধ্বসের পর প্রায় ২৪ ঘন্টার নিরলস পুলিশি তৎপরতায় অবশেষে সেই খনি থেকে উদ্ধার হলো আটটি দেহ । উদ্ধার হাওয়া সেই যুবকদের মধ্যে তিনজন হলেন তেহট্টের বাসিন্দা । ওই সংস্থা সূত্রে খবর বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০) নামে ওই তিন শ্রমিক তেহট্টের কালিতলা পাড়ায় থাকতেন। এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সঙ্গে কাজের চুক্তিতেই তারা তেহট্ট ছেড়ে পাড়ি দেন মিজোরামে।কথা ছিল মিজোরামের জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ না হাওয়া পর্যন্ত তাদের থাকতে হবে ওখানেই। তাই খাদান থেকে পাথর তুলে বিগত বেশ কয়েকদিন ধরেই তারা করছিলেন সড়ক নির্মাণের কাজ। কিন্তু হঠাৎই এমন দুর্ঘটনায় কেমন যেন ওলোট -পালট হয়ে গেলো সবকিছু।

ওই খাদান থেকে পাথর তোলার কাজে যে ১৩ জন শ্রমিক নিযুক্ত ছিলেন , তাদের মধ্যেই ছিলেন বুদ্ধদেব , মিন্টু আর রাকেশ। সোমবার সন্ধ্যায় খনি থেকে পাথর তোলার সময় হঠাৎই নামে ধ্বস। প্রায় চার ঘন্টা ঐভাবেই পাথরচাপা অবস্থায় থাকার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকার্য। প্রথমে জানা গিয়েছিলো যে মৃতদের বাড়ি বিহারে। পরে জানা যায় যে যারা মারা গেছেন তাদের তিনজন ছিলেন তেহট্টের। একজন চাপড়ার এবং অন্য আর একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

মিজোরামের ধসের কথা শুনে মঙ্গলবার সকাল থেকেই আতঙ্কিত হয়ে ওঠে তেহট্টে ওই তিন শ্রমিকের পরিবার। মৃত রাকেশের বাবা কালু বিশ্বাস বলেন, ‘এখানে কোনও কাজ পাচ্ছিল না। তাই ওরা ওখানে কাজে যায়। ওর জামাইবাবুর সঙ্গে রবিবার শেষ কথা হয়।আমরা আজ এই খবর পেলাম।’ বুদ্ধদেবের বাবা মধুসূদন মণ্ডল বলেন, ‘নিজেই ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করে ও কাজে গিয়েছিল। তার পর আর কোনও কথা হয়নি। আজ ঠিকাদার সংস্থার থেকে খবর পেয়ে জানতে পারলাম যে, ও আর বেঁচে নেই।’

ওই ঠিকাদারি সংস্থাতাই কাজ করতেন স্থানীয় আর এক যুবক অমিত মণ্ডল। তিনি সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন । দুপুরে তাঁকে ফোন করে সংস্থা মারফত ওই তিনজনের মৃত্যুর খবর দেওয়া হলে তিনি জানান, ‘ছুটিতে বাড়ি না এলে আমারও হয়তো একই ভাবে মৃত্যু হত।’

আরও পড়ুন

মিজোরামের হান্থিয়াল জেলার পাথরখনিতে ধ্বস , আটকে বিহারের ১৫ জন শ্রমিক

শ্রদ্ধাহত্যাকাণ্ডে নয়া মোড়, খুনের দিন ১৫ আগেই বাড়ি পরিবর্তন আফতাব পরিবারের

ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান কর্তা অভিজিৎ বসু পদত্যাগ, সঙ্গে সরলেন আরও অনেক ভারতীয়

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে